ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৩  
বোর্ডার-গাভাস্কার ট্রফি নিয়ে সৌরভের ভবিষ্যদ্বাণী

ভারতে নখদন্তহীন অস্ট্রেলিয়া। ছন্নছাড়া তাদের ব্যাটিং। বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুটি টেস্টের ফল বলছে সেই কথা। বাকি দুটি ম্যাচেও ভারত অজিদের হারাবে, এমনটাই ভবিষ্যদ্বাণী করেছেন সাবেক অধিনায়ক ও বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী।

নাগপুর ও দিল্লিতে তিন দিনেই দুই টেস্ট জিতেছে ভারত। রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিনের দুর্দান্ত বোলিংয়ে পাত্তা পাননি অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানরা। প্রথম টেস্ট তারা হারে ইনিংস ও ৩২ রানে। দিল্লিতে পরাজয় ৬ উইকেটে। ইন্দোর ও আহমেদাবাদে হবে বাকি দুটি ম্যাচ।

সৌরভের মতে, কন্ডিশন পুরোপুরি স্বাগতিকদের অনুকূলে এবং অস্ট্রেলিয়াকে জিততে হলে তাদের সেরাটা দিতে হবে। সৌরভ বলেন, ‘আমি তো দেখতে পাচ্ছি ৪-০। ভারতকে হারানো অস্ট্রেলিয়ার জন্য কঠিন হবে। এই কন্ডিশনগুলোতে আমরা অনেক বেশি কর্তৃত্বপরায়ণ দল।’

আগামী ১ মার্চ সিরিজ হার এড়াতে ইন্দোরে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন না প্যাট কামিন্স। অসুস্থ মায়ের সঙ্গে থাকতে ছুটি নিয়েছেন তিনি। অধিনায়কত্ব করবেন স্টিভ স্মিথ। 

ঢাকা/ফাহিম

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়