ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫৯ বছরের রেকর্ড ছুঁলেন মারিও, কোয়ার্টার ফাইনালে বেনফিকা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৮ মার্চ ২০২৩  
৫৯ বছরের রেকর্ড ছুঁলেন মারিও, কোয়ার্টার ফাইনালে বেনফিকা

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে ক্লাব বুর্গের বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছিল বেনফিকা। ফিরতি লেগে ঘরের মাঠে তারা হয়ে উঠলো আরও ভয়ঙ্কর। এবার রীতিমতো বেলজিয়ামের দলটিকে নিয়ে ছেলেখেলা খেললো তারা। গনসালো রামোসের জোড়া গোলে হারালো ৫-১ ব্যবধানে। তাতে দুই লেগ মিলিয়ে ৭-১ ব্যবধানের বড় জয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল বেনফিকা।

তাদের শেষ আটে যাওয়ার পাশাপাশি জোয়াও মারিও দারুণ একটি রেকর্ড গড়েছেন এদিন। ছুঁয়েছেন ৫৯ বছরের পুরনো রেকর্ড। ৭১ মিনিটে পেনাল্টি থেকে তিনি গোল করেন। আর এই গোলের মধ্য দিয়ে চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে টানা পাঁচ ম্যাচে গোল করার অনন্য এক রেকর্ড গড়েন। যে রেকর্ড ৫৯ বছর আগে গড়েছিলেন পর্তুগালের প্রয়াত কিংবদন্তি স্ট্রাইকার ইউসেবিও।

আরো পড়ুন:

৩০ বছর বয়সী মারিও ছাড়া জোড়া গোল করেছেন কাতার বিশ্বকাপে হ্যাটট্রিক করে রেকর্ড গড়া গনসালো রামোস। তিনি ৪৫+২ ও ৫৭ মিনিটে গোল দুটি করেন। এ ছাড়া ৩৮ মিনিটে রাফা ও ৭৭ মিনিটে ডেভিড নেরেস গোল করেন।

৮৭ মিনিটে বুর্গের বিজর্ন একটি গোল শোধ দেন। তাতে ৫-১ ব্যবধানের হারে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো থেকেই বিদায় নেয় তারা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়