ঢাকা     মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫ ||  পৌষ ৩০ ১৪৩১

গ্রাউন্ডসম্যানদের দুই লাখ টাকা দিলেন সোহেল-মল্লিক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৫, ১৪ মার্চ ২০২৩  
গ্রাউন্ডসম্যানদের দুই লাখ টাকা দিলেন সোহেল-মল্লিক

বিশ্ব চ্যাম্পিয়নদের হোয়াইটওয়াশ করা শেষ। শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ছড়িয়ে-ছিটিয়ে চলছে উদযাপন। এর মাঝে গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কথা বলতে দেখা যায় বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেলকে।

কথা বলা শেষে সবার সঙ্গে ছবি তুলতে দাঁড়ান সোহেল, এ সময় নিজের পকেট থেকে এক লাখ টাকার একটি বান্ডিল বের করে দিয়ে বলেন, ‘তোমরাই মাঠ তৈরির আসল হিরো।’

এ সময় গ্রাউন্ডসম্যানরা নানা দাবি-দাওয়া কথা বলতে চাইলে আশ্বাস দিয়ে চলে যান সোহেল।

আরো পড়ুন:

শুধু সোহেল না গ্রাউন্ডসম্যানদের আরও এক লাখ টাকা দেন বিসিব পরিচালক ও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক। গ্রাউন্ডসম্যানরা তার কাছেও নানা দাবি-দাওয়া নিয়ে গেলে তিনি এক লাখ টাকা পুরস্কারের কথাটি জানান। কিছুক্ষণ পরই সেটি হস্তান্তর করেন মল্লিক।

এর আগে চট্টগ্রামে সাকিব আল হাসান টি-টোয়েন্টি ম্যাচ জয়ের পর তার পুরস্করারের এক লাখ টাকা দেন। এখানে সাকিবরা না দিলেও বিসিবির দুই পরিচালক ব্যক্তিগতভাবে এক লাখ টাকা করে পুরস্কৃত করেন।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়

শিরোনাম

Bulletএইচএমপিভি: বিমানবন্দর ও এয়ারলাইন্সগুলোকে বিশেষ নির্দেশনা Bulletবাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ার মাল্টিপল-এন্ট্রি ভিসা দিতে প্রধান উপদেষ্টার আহ্বান Bulletভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনে ৫ বছরে আয় ৮ কোটি টাকা, যৌক্তিকতা নিয়ে প্রশ্ন Bulletজাতিসংঘ আবাসিক প্রতিনিধিকে ডেকে ঢাকার কড়া প্রতিবাদ Bulletআমরা প্রতিবেশী, একসঙ্গে থাকতে হবে: বাংলাদেশ ইস্যুতে ভারতীয় সেনাপ্রধান Bulletহাসিনা-পুতুলদের বিরুদ্ধে ১০ এপ্রিল প্রতিবেদন দাখিলের নির্দেশ Bulletদিল্লিতে বাংলাদেশের উপ-হাইকমিশনারকে পাল্টা তলব Bulletশেখ হাসিনাসহ পরিবারের ৫ জনের বিরুদ্ধে মামলা Bulletজুলাই-আগস্টের গণহত্যা: শেখ হাসিনাসহ জড়িতদের গুরুত্বপূর্ণ কল রেকর্ড হাতে পেয়েছে প্রসিকিউশন Bulletজনগণ অন্তর্বর্তী সরকারকে বৈধ বলে মেনে নিয়েছে, এ নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট