ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক যুগ পর কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৭, ১৫ মার্চ ২০২৩   আপডেট: ১২:১৮, ১৫ মার্চ ২০২৩
এক যুগ পর কোয়ার্টার ফাইনালে ইন্টার মিলান

ইতালিয়ান সিরি’আ লিগের ক্লাব ইন্টার মিলানের চ্যাম্পিয়নস লিগের ইতিহাস একেবারে ফেলনা নয়। তিন-তিনবার তারা ইউরোপ সেরার শিরোপা জিতেছে। সবশেষ জিতেছিল ২০০৯-১০ মৌসুমে।

২০১০-১১ মৌসুমেও দারুণ শুরু করেছিল ইতালিয়ান জায়ান্টরা। কিন্তু সেবার কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হয় তাদের। এরপর ২০১১-১২, ২০১৮-১৯, ২০১৯-২০, ২০২০-২১ ও ২০২১-২২ মৌসুমে ইউরোপ সেরার প্রতিযোগিতায় খেললেও শেষ ষোলোর গণ্ডি পেরুতে পারেনি তারা।

আরো পড়ুন:

অবশেষে ১২ বছরের অপেক্ষার অবসান হলো তাদের। মঙ্গলবার দিবাগত রাতে পর্তুগালের ক্লাব এফসি পোর্তোকে তাদের মাঠে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়ে জায়গা করে নিয়েছে কোয়ার্টার ফাইনালে। ঘরের মাঠে প্রথম লেগের ১-০ গোলের জয়ে তারা পেরিয়েছে শেষ ষোলোর গণ্ডি।

অবশ্য রাতটি পোর্তোর জন্য হাতাশারই ছিল। ঘরের মাঠে, নিজেদের দর্শকের সুবিধা কাজে লাগাতে পারেনি পর্তুগালের চ্যাম্পিয়ন দলটি। দারুণ সুশৃঙ্খল ফুটবল খেলে ইন্টার মিলান বাধ্য করে পোর্তোকে ম্যাচটি গোলশূন্য ড্র করতে। ম্যাচের যোগ করা সময়ের আগে পোর্তো একবারও আশা জাগানিয়া কোনো আক্রমণ শানাতে পারেনি। পারেনি গোলের কোনো সুযোগ তৈরি করতে।

যোগ করা সময়ে ইভান মারকানোর শট গোললাইন থেকে ক্লিয়ার করেন ডেনজেল ডামফ্রাইস। এরপর মেহদি তারেমির হেড পোস্ট কাঁপিয়ে ফিরে আসে। আর মার্কো গ্রুজিকের নেওয়া হেড বার কাঁপিয়ে ফিরে আসে। তাতে গোলশূন্য ড্র ভিন্ন অন্য কোনো ফল হয় না ম্যাচে।

অবশ্য শেষ মুহূর্তে পোর্তোর রক্ষণভাগের খেলোয়াড় পেপে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়