ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

ইউরোপা লিগের ড্র: কে কাকে পেলো?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১০, ১৭ মার্চ ২০২৩   আপডেট: ২২:৫১, ১৭ মার্চ ২০২৩
ইউরোপা লিগের ড্র: কে কাকে পেলো?

উয়েফা ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের ড্র শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। ড্রতে ম্যানচেস্টার ইউনাইটেড পেয়েছে ছয়বারের চ্যাম্পিয়ন সেভিয়াকে। স্প্যানিশ ক্লাবটিকে হটিয়ে ম্যানইউ সেমিফাইনালে গেলে পেতে পারে জুভেন্টাসের মতো প্রতিপক্ষকে। যেখানে আছেন রেড ডেভিলসদের সাবেক তারকা পল পগবা। জুভেন্টাস সেমিফাইনালে না এলে ম্যানইউ পেতে পারে আর্সেনালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আসা পর্তুগীজ ক্লাব স্পোর্টিং লিসবনকে।

ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ অনুষ্ঠিত হবে ১৩ এপ্রিল। আর ফিরতি লেগ হবে ২০ এপ্রিল।

সেভিয়ার বিষয়ে ম্যানইউর কোচ এরিক টেন হাগ বলেছেন, ‘সেভিয়া ইউরোপা লিগের খুবই অভিজ্ঞ দল। তারা অনেকবার শিরোপা জিতেছে। আমাদের আসলে তাদের বিপক্ষে সতর্ক থাকতে হবে।’

ম্যানইউ গেল মাসে কারাবাও কাপের শিরোপা জিতেছে। ইতোমধ্যে কোয়ার্টার ফাইনালে উঠেছে এফএ কাপ ও ইউরোপা লিগের।

কোয়ার্টার ফাইনালের ড্র:
ম্যানচেস্টার ইউনাইটেড-সেভিয়া
জুভেন্টাস-স্পোর্টিংস লিসবন
বায়ার লেভারকুজেন-ইউনিয়ন সেইন্ট গিলোইস
ফেইনুর্ড- এএস রোমা।

সেমিফাইনাল ড্র:
ম্যানচেস্টার ইউনাইটেড-সেভিয়া বনাম জুভেন্টাস-স্পোর্টিংস লিসবন।
বায়ার লেভারকুজেন-ইউনিয়ন সেইন্ট গিলোইস বনাম ফেইনুর্ড- এএস রোমা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়