ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিপর্যয় সামলে রাহুল-জাদেজা জেতালেন ভারতকে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৯, ১৭ মার্চ ২০২৩  
বিপর্যয় সামলে রাহুল-জাদেজা জেতালেন ভারতকে

ওয়াংখেড়ে স্টেডিয়ামে শুক্রবার প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাট করতে নামা অস্ট্রেলিয়াকে সুবিধা করতে দেয়নি ভারত। ৩৫.৪ ওভারে ১৮৮ রানেই সফরকারীদের অলআউট করে।

এরপর ১৮৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.২ ওভারে ৮৩ রান তুলতেই ভারত হারিয়ে বসে ৫ উইকেট। কিন্তু সেখান থেকে লোকেশ রাহুল ও রবীন্দ্র জাজেদা ষষ্ঠ উইকেট জুটিতে অবিচ্ছিন্ন থেকে ১০৮ রান তুলে ৩৯.৫ ওভারে দলের জয় নিশ্চিত করেন।

আরো পড়ুন:

রাহুল ৯১ বলে ৭টি চার ও ১ ছক্কায় ৭৫ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে ৬৯ বলে ৫ চারে ৪৫ রানে অপরাজিত থাকেন জাদেজা। তার আগে বল হাতে ৪৬ রানে ২ উইকেট নেওয়ায় ম্যাচসেরাও হন তিনি।

রাহুল-জাদেজা ছাড়া অধিনায়ক হার্দিক পান্ডিয়া ২৫, শুভমান গিল ২০, বিরাট কোহলি ৪, ইশান কিষাণ ৩ রান করেন। আর সূর্যকুমার আউট হন গোল্ডেন ডাক মেরে।

বল হাতে অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক ৩টি উইকেট নেন। ২টি উইকেট নেন মার্কাস স্টয়েনিস।

তার আগে অস্ট্রেলিয়ার ইনিংসে ওয়ান ম্যান আর্মি হয়ে লড়াই করেন মিচেল মার্শ। তিনি ৬৫ বলে ১০টি চার ও ৫ ছক্কায় ৮১ রান করেন। তিনি ছাড়া দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন জশ ইংলিস। ২২ রান করেন স্টিভেন স্মিথ। অজিদের মিডল অর্ডার ভেঙে পড়ে তাসের ঘরের মতো। ৪ উইকেট হারিয়ে ১৩৯ রান করা অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় ১৮৮ রানে।

বল হাতে ভারতের মোহাম্মদ শামি ও মোহাম্মদ সিরাজ ৩টি করে উইকটে নেন। ২টি উইকেট নেন রবীন্দ্র জাদেজা।

রোববার বিশাখাপত্তনমে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়