ঢাকা     বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

৭ হাজারে তৃতীয় মুশফিক

ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ২০ মার্চ ২০২৩   আপডেট: ১৭:৫৭, ২০ মার্চ ২০২৩
৭ হাজারে তৃতীয় মুশফিক

ওয়ানডে ক্রিকেটে ৭ হাজার রানের মাইলফলক ছুঁলেন মুশফিকুর রহিম। তামিম ইকবাল ও সাকিব আল হাসানের পর তৃতীয় খেলোয়াড় হিসেবে অনন‌্য মাইলফলকে নিজের নাম তুললেন মুশফিক।

আয়ারল‌্যান্ডের বিপক্ষে আজ সোমবার দ্বিতীয় ওয়ানডেতে ৬৯৪৫ রান নিয়ে মাঠে নেমেছিলেন মুশফিক। ৪৪তম ওভারের প্রথম বলে কুরটিস কাম্পারকে মিড অফ দিয়ে বাউন্ডারি মেরে ৩৫ বলে ৭ হাজার রান পেরিয়ে যান বাংলাদেশের ব‌্যাটিং স্তম্ভ। ২২৯ ইনিংসে মুশফিক ৭ হাজার রান পেয়েছেন। তামিম ৭ হাজার রান করেছিলেন ২০৪ ইনিংসে। সাকিবের লাগেছিল ২১৬ ইনিংস।

৩৩ বলে মুশফিক তুলে নেন ওয়ানডে ক্রিকেটে নিজের ৪৪তম ফিফটি। এর চেয়েও দ্রুত অবশ্য ফিফটি হাঁকিয়েছেন আগে। ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে মিরপুরে ফিফটি করেছিলেন ৩২ বলে।

আরো পড়ুন:

যেভাবে মুশফিকের ৭০০০ রান:
১-১০০০ রান (৫৫ ইনিংস)।
১০০০-২০০০ রান (৪২ ইনিংস)।
২০০০-৩০০০ রান (২৮ ইনিংস)।
৩০০০-৪০০০ রান (২৫ ইনিংস)।
৪০০০-৫০০০ রান (২৬ ইনিংস)।
৫০০০-৬০০০ রান (২৫ ইনিংস)।
৬০০০-৭০০০ রান (২৮ ইনিংস)।

ঘরের মাঠে রান: ৩৬৯২।
দেশের বাইরে রান: ১৮৯৪।
নিরপেক্ষ ভেন্যু: ১৪৩৭।

প্রিয় প্রতিপক্ষ: জিম্বাবুয়ে (১৪৩৭ রান)।

সেঞ্চুরি/হাফ সেঞ্চুরি:
৮ সেঞ্চুরি/ ৪৪ হাফ সেঞ্চুরি।

ইয়াসিন/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়