ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬২ বছর পর ইতালির মাঠে জিতলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪০, ২৪ মার্চ ২০২৩   আপডেট: ১১:৫৩, ২৪ মার্চ ২০২৩
৬২ বছর পর ইতালির মাঠে জিতলো ইংল্যান্ড

ইতালির মাঠে তাদের বিপক্ষে ইংল্যান্ডের সবশেষ জয়টা এসেছিল ১৯৬১ সালে। এরপর আর কখনো সেখানে জয়ের দেখা পায়নি ইংলিশরা। ৬২ বছর পর বৃহস্পতিবার দিবাগত রাতে ইউরো বাছাইপর্বের ম্যাচে দশজনের দল নিয়ে ইতালিকে ২-১ গোলে হারিয়েছে গ্যারেথ সাউথগেটের শিষ্যরা।

নাপোলির দিয়েগো আরমান্দো ম্যারাডোনা স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৩ মিনিটেই লিড নেয় ইংল্যান্ড। এ সময় কর্নার পায় তারা। কর্নার থেকে বুকায়ো সাকার ক্রসে বক্সের মধ্যে বল পান হ্যারি কেন। তার নেওয়া শট ইতালির রক্ষণভাগের খেলোয়াড়ের গায়ে লেগে চলে যায় ডেক্লান রাইসের কাছে। তিনি বাম পায়ের জোরালো শটে বল জালে পাঠান।

আরো পড়ুন:

বিরতিতে যাওয়ার আগে পেনাল্টি পায় ইংল্যান্ড। এ সময় বক্সের মধ্যে বল হাতে লাগে ইতালির জিওভানি ডি লরেঞ্জের। রেফারি ‘ভিএআর’ চেক করে পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় থ্রি লায়ন্সরা।

এই গোলের মধ্য দিয়ে ইংল্যান্ডের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে যান হ্যারি কেন। ৮১ ম্যাচে তিনি সর্বোচ্চ ৫৪ গোল করেন। তার আগে ওয়েন রুনি ১২০ ম্যাচ খেলে সর্বোচ্চ ৫৩ গোল করেছিলেন।

বিরতির পর লড়াই করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে ইতালি। ৫৬ মিনিটে ইতালির হয়ে অভিষেক হওয়ার আর্জেন্টাইন তারকা মাতেও রেতেগুই ইংল্যান্ডের হ্যারি ম্যাগুইরের ভুলে লরেঞ্জো পেলেগ্রেনির পাস থেকে বল পেয়ে দূরের পোস্ট দিয়ে গোল করেন। তাতে ব্যবধান কমে হয় ২-১।

৮০ মিনিটে দশজনের দলে পরিণত হয় ইংল্যান্ড। এ সময় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন লুক’শ। বাকি সময় দশজন নিয়ে খেললেও ইতালির আর কোনো গোল করে সমতা ফেরাতে পারেনি। শেষ পর্যন্ত ৬২ বছর পর ইতালির মাঠ থেকে ২-১ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড।

ইউরো বাছাইপর্ব-২০২৩ এ ইংল্যান্ড রয়েছে ‘সি’ গ্রুপে। যেখানে ইতালি ছাড়াও রয়েছে নর্থ মেসিডোনিয়া, ইউক্রেন ও মাল্টা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়