ঢাকা     শুক্রবার   ০৩ মে ২০২৪ ||  বৈশাখ ২০ ১৪৩১

পিয়েরিনোর ৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন মাতেও

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৯, ২৭ মার্চ ২০২৩  
পিয়েরিনোর ৫৫ বছরের পুরনো রেকর্ড ভাঙলেন আর্জেন্টাইন মাতেও

আর্জেন্টিনার সান ফের্নান্দোতে জন্মগ্রহণ করা মাতেও রেতেগুইকে ইতালির দলে ভেড়ানো হয়েছে। ইতালির ইউরো বাছাইপর্বের ৩০ সদস্যের দলে তাকে রাখার সময় কোচ রবার্তো মানচিনি বলেছিলেন, ‘আমরা মাতেওর ওপর নজর রাখছিলাম। সে আর্জেন্টিনার লিগে দুই মৌসুম ধরে নিয়মিত খেলছে। তার মধ্যে সেই কোয়ালিটি আছে যে কোয়ালিটিতে আমাদের ঘাটতি আছে।’

তার ওপর কোচ যে আস্থা রেখেছেন সেটার প্রতিদান দারুণভাবে দিচ্ছেন মাতেও। ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে ইতালির হয়ে তার অভিষেক হয়। তার অভিষেক ম্যাচে ইতালি ২-১ ব্যবধানে হারলেও গোল পান তিনি।

এরপর রোববার রাতে ইউরো বাছাইপর্বের দ্বিতীয় ম্যাচে মাল্টাকে ২-০ গোলে হারায় ইতালি। এই ম্যাচেও গোল পান তিনি।

এর মধ্য দিয়ে ইতালির ফুটবল ইতিহাসে পিয়েরিনো প্রতির পর দ্বিতীয় কোনো ফুটবলার হিসেবে শুরুর দুই ম্যাচেই গোল পেলেন তিনি।

পিয়েরিনো ১৯৬৮ সালে ইতালির হয়ে অভিষেক ম্যাচ ও তার পরের ম্যাচে দুই গোল করে রেকর্ড গড়েছিলেন। ৫৫ বছর পর তার সেই রেকর্ডে ভাগ বসালেন আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা মাতেও রেতেগুই।

মাল্টার বিপক্ষে ম্যাচের ১৫ মিনিটেই গোল করেন মাতেও। এরপর ২৭ মিনিটে মাত্তেও পেসিনা আরও একটি গোল করেন। এরপর অবশ্য আর জালের নাগাল পায়নি তারা। কিন্তু ২-০ গোলের জয়ে ইংল্যান্ডের বিপক্ষে হারের পরের ম্যাচে ঘুরে দাঁড়ালো আজ্জুরিরা।

আগামী ১৬ জুন উয়েফা ন্যাশন্স লিগের ম্যাচে স্পেনের মুখোমুখি হবে ইতালি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়