ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

৬৯ বছর পর জার্মানিকে হারলো বেলজিয়াম

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৪, ২৯ মার্চ ২০২৩  
৬৯ বছর পর জার্মানিকে হারলো বেলজিয়াম

জার্মানির বিপক্ষে বেলজিয়াম সবশেষ জিতেছিল ১৯৫৪ সালে। এরপর গেল ৬৯ বছরে ফুটবলের পাওয়ার হাউজ খ্যাত জার্মানির বিপক্ষে আর জয় পায়নি তারা। অবশেষে ৬৯ বছরের অপেক্ষার অবসান ঘটালো রেড ডেভিলসরা। মঙ্গলবার রাতে প্রীতি ম্যাচে তারা ৩-২ গোলে হারিয়েছে জার্মানিকে। তাও আবার জার্মানির ঘরের মাঠে!

জার্মানির রেইন এনার্জি স্টেডিয়ামে ম্যাচের ৯ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় বেলজিয়াম। ৬ মিনিটের মাথায় ইয়ানিক কারাসকো মাত্র পাঁচ পাসে বল পেয়ে গোল করে এগিয়ে নেন দলকে। আর নবম মিনিটে রোমেলু লুকাকু জার্মানিকে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ না দিয়ে ব্যবধান ২-০ করে ফেলেন।

বিরতিতে যাওয়ার আগে ৪৪ মিনিটে পেনাল্টি পায় জার্মানরা। পেনাল্টি থেকে নিকলাস ফ্লুকরুগ গোল করে ব্যবধান কমান। এটা ছিল জার্মানির হয়ে ষষ্ঠ ম্যাচে তার ষষ্ঠ গোল।

বিরতির পর ৭৮ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করলে বেলজিয়াম এগিয়ে যায় ৩-১ গোলে। অবশ্য ৮৭ মিনিটের মাথায় জার্মানির সার্জি জিনাব্রি গোল করেন। তার গোলে কেবল ব্যবধান কমে, হার এড়াতে পারেনি হ্যান্সি ফ্লিকের শিষ্যরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ