ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সাকিবের আইপিএল যাত্রা, সিদ্ধান্ত পাল্টাচ্ছে বিসিবি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৫, ৩০ মার্চ ২০২৩   আপডেট: ২৩:৩০, ৩০ মার্চ ২০২৩
সাকিবের আইপিএল যাত্রা, সিদ্ধান্ত পাল্টাচ্ছে বিসিবি

অনড় অবস্থান থেকে সরে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) শুরু থেকেই খেলার সুযোগ পাচ্ছেন টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। 

১ এপ্রিল মোহালিতে কলকাতা নাইট রাইডার্স শিবিরে যোগ দেওয়ার কথা রয়েছে সাকিবের। এদিন পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে কলকাতা।

আইপিএলে যোগদানের সব প্রস্তুতি সেরে নিয়েছেন সাকিব। গতকাল ম্যাচের পর ঢাকায় ফিরে বৃহস্পতিবার ভারতীয় দূতাবাসে হাজির হয়ে ভিসার আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ করেছেন।

বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া কলকাতা নাইট রাইডার্সের মিডিয়া বিভাগও জানিয়েছে সাকিবের যোগ দেওয়ার বিষয়টি। বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি শুক্রবার জানানো হতে পারে। তবে লিটন দাসের বিষয়ে আগের সিদ্ধান্তেই অটল রয়েছে ক্রিকেট বোর্ড।

সাকিব না থাকলে টেস্টে নেতৃত্ব দিতে পারেন লিটন। কলকাতা নাইট রাইডার্সের পক্ষ থেকেও জানানো হয়েছে লিটনকে শুরু থেকে পাওয়া নিয়ে তারা নিশ্চিত নন। ৪ থেকে ৮ এপ্রিল পর্যন্ত মিরপুর শের-ই-বাংলায় আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ। টেস্ট ম্যাচ শেষে যোগ দেবেন লিটন।

এর আগে, সাকিব ও লিটনকে ২৪ দিনের অনাপত্তিপত্র দিয়েছিল বোর্ড। এরপর বেশ কয়েকবার বোর্ড নিজেদের সিদ্ধান্তে অনড় থাকার কথা জানিয়েছে। সাকিব বিসিবিকে বোঝানোর চেষ্টা করেছে এটা তার শেষ আইপিএল, এবার খেলতে চায় সে। বিসিবিও নমনীয় হয় তার কথায়। 

বিসিবির এক পরিচালক রাইজিংবিডিকে বলেছিলেন, ‘সাকিব বোঝানোর চেষ্টা করছেন, এটাই তার শেষ আইপিএল। পরের বছর সুযোগ পাওয়া কঠিন হবে। এজন্য পুরো মৌসুম আইপিএল খেলতে চান। সাকিবকে বোর্ড ছাড়তে পারে।’    

আনুষ্ঠানিকভাবে আগামীকাল চট্টগ্রামে বিস্তারিত জানাতে পারেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আয়ারল্যান্ডের বিপক্ষে কাল সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ সিরিজ নিশ্চিত করেছে।

ঢাকা/রিয়াদ/এনএইচ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়