ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি, একহাত নিলেন ইমরান খান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৫, ১ এপ্রিল ২০২৩   আপডেট: ১৩:০১, ১ এপ্রিল ২০২৩
বিশ্ব ক্রিকেটে ভারতের দাদাগিরি, একহাত নিলেন ইমরান খান

ক্রিকেটে চিরশত্রু ভারত-পাকিস্তান। তাদের দ্বৈরথ বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীরা বেশ উপভোগ করেন। ভারতের সাথে পাকিস্তান নিয়মিত খেলতে চাইলেও কূটনৈতিক কারণে পাকিস্তানকে এড়িয়ে চলে ভারত। বিষয়টি অবশ্য সবার জানা। কিন্তু কেউ এটা নিয়ে কিছু বলেন না। কারণ, আইসিসিতে ভারতের রয়েছে একচ্ছত্র প্রভাব।

কিন্তু শুক্রবার ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ডকে একহাত নিয়েছেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান।

আরো পড়ুন:

তিনি বলেছেন, ‘আর্থিকভাবে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) শক্তিশালী হওয়ায় ক্রিকেট বিশ্বে ছড়ি ঘোরাচ্ছে। দাদাগিরি দেখাচ্ছে। যাচ্ছেতাইভাবে ক্ষমতার অপব্যবহার করছে। আইসিসি নয়, বিসিসিআই ঠিক করে দিচ্ছে তারা কাদের বিরুদ্ধে খেলবে, কাদের বিরুদ্ধে খেলবে না। দুঃখজনক হলেও সত্য, ভারত-পাকিস্তান দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ভালো নেই।’

আইপিএলে পাকিস্তানের ক্রিকেটারদের খেলার অনুমতি না দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘পাকিস্তানের ক্রিকেটারদের আইপিএলে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করে রেখেছে বিসিসিআই। অত্যধিক অহংকার ও দাম্ভিকতার কারণে এই আচরণ করছে তারা। পিএসএল এর মাধ্যমে পাকিস্তান ক্রিকেটও দেখিয়েছে, কিভাবে এখানে টি-টোয়েন্টি লিগ জনপ্রিয় হতে পারে। পিএসএলে এখন প্রচুর বিদেশি ক্রিকেটার আসেন খেলতে। তাছাড়া পাকিস্তানেও প্রচুর প্রতিভাবান ক্রিকেটার আছে। তারা দেখিয়েছে কিভাবে এখানকার টি-টোয়েন্টি লিগ খেলে উঠে আসা যায়।’

আইসিসি বা এসিসির টুর্নামেন্ট ছাড়া ভারত-পাকিস্তান মুখোমুখি হয় না। দীর্ঘ প্রায় দেড় যুগ ধরে ধরে বন্ধ রয়েছে দ্বিপাক্ষিক সিরিজও। মূলত, ২০০৮ সালে মুম্বইয়ে জঙ্গি হামলার পর থেকেই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। যেটার প্রভাব পড়ে ক্রিকেটেও।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়