‘এপ্রিল ২৩’ মানেই কোহলির ডাক, অদ্ভুত কাকতাল!
এমন ঘটনা ক্রিকেটে প্রথম-ই ঘটল! বছর বছর নির্দিষ্ট দিনে একজন ব্যাটসম্যান করছেন শূন্য রান! ঘটনা যে টানা হচ্ছে এমনটাও নয়, কিন্তু একই দিনে একই রানে আউট হওয়ার ঘটনা স্রেফ কি কাকতাল?
এমন ঘটনা ঘটেছে সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে।
২৩ এপ্রিল মানেই কোহলির ডাক! একবার নয়, দুইবার নয়, তিনবার ঘটেছে এমন ঘটনা। প্রতিবারই মঞ্চটা হলো আইপিএল। দলও এক, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
শুরুটা ২০১৭ সালে। কলকাতা নাইট রাইডার্সের পেসার নাথান কল্টারনেইলের বলে গোল্ডেন ডাক পান কোহলি। গত বছর সানরাইজার্স হায়দরাবাদের পেসার মার্কো জানসনের বলে আউট হন রানের খাতা খোলার আগেই। রোববার (২৩ এপ্রিল) তৃতীয়বার ঘটল এমন ঘটনা। রাজস্থান রয়্যালসের বিপক্ষে ইনিংসের প্রথম বলেই আউট রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অধিনায়ক। বাঁহাতি পেসার ট্রেন্ট বোল্টের করা ইনিংসের প্রথম বলে এলবিডব্লিউ হন কোহলি।
টস জিতে বেঙ্গালুরুকে নিজেদের মাঠে আগে ব্যাটিংয়ে পাঠান রাজস্থানের অধিনায়ক সানজু স্যামসন। বোলিং নিয়ে প্রথম বলেই মেলে সাফল্য। বোল্টের ট্রেডমার্ক ইনসুইং ডেলিভারীর লাইনেই ব্যাট নিতে পারেননি কোহলি। প্লাম এলবিডব্লিউ হয়ে ডানহাতি ব্যাটসম্যান ফেরেন ড্রেসিংরুমে।
তার আজকের আউটের ধরণ অনেকটাই মিলে যায় ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালের ম্যাচের মতো। যেবার ম্যানচেস্টারে বোল্ট কোহলিকে গোল্ডেন ডাকের বিব্রতকর স্বাদ দিয়েছিলেন। প্রায় একই রকম ডেলিভারীতে ২০১৭ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে মোহাম্মদ আমিরের বলে আউট হয়েছিলেন কোহলি।
ঢাকা/ইয়াসিন