ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমি আনন্দিত, শিরোপা জিতে গর্বিত: জাভি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০০, ১৫ মে ২০২৩   আপডেট: ১৩:০৩, ১৫ মে ২০২৩
আমি আনন্দিত, শিরোপা জিতে গর্বিত: জাভি

তিন মৌসুম পর স্প্যানিশ লা লিগার শিরোপা জিতেছে বার্সেলোনা। তাও আবার ক্লাবটির এক সময়ে তারকা জাভিয়ের হার্নান্দেজের হাত ধরে। যিনি ২০২১ সালে রোনাল্ড কোম্যানকে বরখাস্ত করার পর মৌসুমের মাঝপথে বার্সেলোনার দায়িত্ব নিয়েছিলেন। এবং ২০২২-২৩ মৌসুমে এসে বার্সেলোনাকে লিগ শিরোপা জেতালেন। এমন অর্জনে যারপরনাই আনন্দিত সাবেক এই বার্সা মিডফিল্ডার। পাশাপাশি গর্বিতও।

জাভি বলেছেন, ‘অসাধারণ অনুভূতি হচ্ছে। শিরোপা জয়ের লড়াই আমরা গেল জুলাইতে শুরু করেছিলাম। ১০ মাসের কঠোর লড়াই এবং কঠিন ত্যাগের ফল এটা। খুবই উপভোগ করছি সময়টা। যখন আমি খেলোয়াড়দের পাঁচদিন করে ছুটি দিলাম, তখন অনেকেই এটার সমালোচনা করেছিল। আসলে এটা বেশ কাজে দিয়েছে।’

আরো পড়ুন:

শিরোপা জয়ের কৃতিত্ব তিনি খেলোয়াড় ও ভক্ত-সমর্থকদের দিতে চান, ‘এটার কৃতিত্ব খেলোয়াড়দের দিবো, ভক্ত-সমর্থকদের দিবো। তারাও এটার দাবিদার। প্রেসিডেন্ট এমন একটি দল গঠন করতে অনেক কঠিন পথ পাড়ি দিয়েছেন। বেশ কিছু ম্যাচে এবার আমরা দারুণ খেলেছি। এখন আমরা বাকি চারটি ম্যাচ জিতে মৌসুম শেষ করতে চাই।’

সবশেষে তিনি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। লিগ শিরোপা জিততে পেরে খুবই গর্বিত। এখন লা লিগার শিরোপা, তার আগে সুপার কাপের শিরোপা বার্সেলোনার নতুন প্রজেক্টের জন্য বিরাট অর্জন।’

কোচ হিসেবে জাভির প্রথম শিরোপা ছিল স্প্যানিশ সুপার কাপ। যেটার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়