ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কোহলি-রোহিতসহ সিনিয়র ক্রিকেটাররা যাবেন বিশ্রামে

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৪, ২৬ মে ২০২৩  
কোহলি-রোহিতসহ সিনিয়র ক্রিকেটাররা যাবেন বিশ্রামে

লম্বা সময় ধরে চলছে আইপিএল। রোববার ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই আসর। এরপর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে ভারত। সেখান থেকে ফিরে আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ। সেপ্টেম্বরে আছে এশিয়া কাপ। এরপর অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ। অক্টোবরে ঘরের মাঠে বিশ্বকাপ।

ভারতের খেলোয়াড়দের কোনো ফুসরত নেই। তাইতো ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই) বিরাট কোহলি, রোহিত শর্মা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজসহ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রামে পাঠানোর চিন্তা করছে।

অর্থাৎ তারা আফগানিস্তানের বিপক্ষে জুন মাসের শেষের দিকের তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবেন না। সেক্ষেত্রে আফগানিস্তানের বিপক্ষে ভারত দলকে নেতৃত্ব দিবেন হার্দিক পান্ডিয়া। এরপর পান্ডিয়াসহ আরও কয়েকজন সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হবে আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজেও।

ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের পর আফগানিস্তান সিরিজ। এই সিরিজ শেষে দুই ম্যাচ টেস্ট, তিন ম্যাচ ওয়ানডে ও পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে ভারত। ১২ জুলাই থেকে ১৩ আগস্টের মধ্যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। উইন্ডিজ সফরের পর আয়ারল্যান্ড সিরিজ।

এরপর এশিয়া কাপ খেলার পর বিশ্বকাপের আগে আগে নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে তিন ম্যাচ ওয়ানডে সিরিজ খেলবে ভারত।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়