ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৯ জুন ২০২৩   আপডেট: ১২:৫৪, ৯ জুন ২০২৩
ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো

বয়স ৩৮ ছাড়িয়েছে। সৌদি আরবের ক্লাব আল নাসরের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি আছে তার। এরপর হয়তো তিনি অবসরে যাবেন। আর অবসরে যাওয়ার পর নিজেই একটি ফুটবল ক্লাবের মালিক হতে চান রোনালদো।

এ বিষয়ে তিনি বলেছেন, ‘ক্লাবের মালিক হওয়ার বিষয়টি উড়িয়ে দিচ্ছি না। এই বিষয়টি নিয়ে আমি গেল কয়েক বছর আগে ভেবেছি। আমি একটি ফুটবল ক্লাবের মালিক হতে পছন্দ করবো। বর্তমানে আমি আমার ক্যারিয়ারের শেষ প্রান্তে আছি। হয়তো বড়জোড় আর দুই-তিন বছর খেলবো।’

রোনালদোর পদাঙ্ক অনুসরণ করে সৌদি আরবের ক্লাব আল ইত্তিহাদে যোগ দিয়েছেন করিম বেনজেমা। এ বিষয়ে সিআরসেভেন বলেছেন, ‘আমি জানতাম আমার সৌদি আরবে আসাটা আরও অনেকেকে পথ দেখাবে। করিব বেনজেমা এসেছেন। আরও অনেকে আসবেন। আগামী দুই-তিন বছরের মধ্যে সৌদি প্রো লিগ বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ লিগে পরিণত হবে। বিশ্বের সব তারকারা এখানে আসুক, এটা সমস্যা না। আমরা যেটা চাই সেটা হলো এখানে প্রতিদ্বন্দ্বিতা হোক।’

জানা গেছে, সার্জিও রামোস, জর্ডি আলবা, সার্জিও বুসকেটস, এন’গলো কান্তে, অ্যাঙ্গেল ডি মারিয়া, ইয়াগো আসপাস ও রবার্ত ফিরমিনো সৌদি প্রো লিগের বিভিন্ন ক্লাবে যোগ দিতে পারেন।

ঢাকা/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়