ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডিসেম্বরে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সূচি প্রকাশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০২, ১৮ জুলাই ২০২৩   আপডেট: ১৫:১৮, ১৮ জুলাই ২০২৩
ডিসেম্বরে বাংলাদেশের নিউ জিল্যান্ড সফরের সূচি প্রকাশ

ওয়ানডে বিশ্বকাপের আগে-পরে বাংলাদেশ সফর করবে নিউ জিল্যান্ড। বিশ্বকাপের আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং পরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে কিউইরা। 

ফিরতি সফরে ডিসেম্বরেই বাংলাদেশ নিউ জিল্যান্ড সফরে যাবে। তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ  খেলবে দুই দল। সফরের সূচি প্রকাশ মঙ্গলবার প্রকাশ করেছে নিউ জিল্যান্ড ক্রিকেট। খেলা হবে ডানেডিন, নেলসন, নেপিয়ার ও মাউন্ট মাঙ্গানুইতে।

আরো পড়ুন:

গত ৮ বছরের মধ্যে এ নিয়ে ষষ্ঠবারের মতো ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফর করবে বাংলাদেশ। ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের সিরিজ।

১৭ ডিসেম্বর ডানেডিনে প্রথম ওয়ানডে। ২০ ডিসেম্বরে নেলসনে দ্বিতীয় এবং ২৩ ডিসেম্বর নেপিয়ারে শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে। নেপিয়ারেই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। ২৭ ডিসেম্বর ম্যাচটি শুরু হবে। মাউন্ট মাঙ্গানুইতে পরের দুই ম্যাচ ২৯ ও ৩১ ডিসেম্বর।

ডিসেম্বরের শেষ দুই সপ্তাহে পুরো সিরিজ খেলে নতুন বছরের শুরুতে দেশে ফিরবেন ক্রিকেটাররা। এরপরই শুরু হবে বিপিএল। 
 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়