ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এবার জাপানের ক্লাবের কাছে হারলো পিএসজি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৯, ২৮ জুলাই ২০২৩  
এবার জাপানের ক্লাবের কাছে হারলো পিএসজি

মৌসুম পূর্ব প্রীতি ম্যাচের আগেরটিতে আল নাসরের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় ম্যাচে জাপানের ক্লাব সেরেজো ওসাকার কাছে হার মেনেছে ৩-২ গোলে।

অবশ্য দুইবার এগিয়ে গিয়েও তারা হেরেছে এই ম্যাচে। জাপানের নাগাইয়ের ইয়ানমার স্টেডিয়ামে এদিন ম্যাচের ১৭ মিনিটে হুগো একিতিকের গোলে লিড নেয় পিএসজি। তবে ২২ মিনিটের মাথায় ওসাকার জর্ডি ক্রোয়াক্স গোল করে সমতা ফেরান। তাতে ১-১ গোলের সমতা নিয়ে শেষ হয় প্রথমার্ধের খেলা।

আরো পড়ুন:

বিরতির পর ৪৯ মিনিটে ভিতিনহার গোলে আবার লিড নেয় পিএসজি। কিন্তু ৬৭ মিনিটের মাথায় সোতা কিতানোর গোলে ফেরে সমতা। আর ৭৯ মিনিটে শিনজি কাগাওয়ার গোলে ৩-২ ব্যবধানের দারুণ এক জয় নিয়ে মাঠ ছাড়ে সেরেজো ওসাকা।

জাপান সফরে পিএসজি তাদের শেষ ম্যাচে মঙ্গলবার ইন্টার মিলানের মুখোমুখি হবে। যারা আজ আল নাসরের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়