ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ জুলাই ২০২৩  
অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের টার্গেট দিলো ইংল্যান্ড

অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে অস্ট্রেলিয়াকে ৩৮৪ রানের টার্গেট দিয়েছে ইংল্যান্ড। আজ রোববার চতুর্থ দিনে ব্যাট করতে নেমে দলীয় সংগ্রহে ৬ রান যোগ করতেই ৩৯৫ রানে অলআউট হয় ইংল্যান্ড। তাতে অস্ট্রেলিয়ার সামনে জয়ের লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৪ রান।

আগের দিন ২ রানে অপরাজিত থাকা স্টুয়ার্ট ব্রড আজ ৮ রান করেন। আর আগেরদিন ৮ রান দিয়ে অপরাজিত থাকা জেমস অ্যান্ডারসন শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন।

আরো পড়ুন:

বল হাতে মিচেল স্টার্ক ও টড মারফি ৪টি করে উইকেট নেন।

তার আগে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের টপ অর্ডার ও মিডল অর্ডারের অধিকাংশ ব্যাটসম্যান রান পান।

তার মধ্যে জো রুট ১১টি চার ও ১ ছক্কায় করেন সর্বোচ্চ ৯১ রান। জনি বেয়ারস্টো করেন ৭৮ রান। তার ইনিংসে ১১টি চারের মার ছিল। পঞ্চম উইকেটে তারা দুজন ১১০ রান তোলেন। ৯ চারে ৭৩ রানের ইনিংস খেলেন জ্যাক ক্রাউলি। এছাড়া বেন ডাকেট ৭ চারে ৪২ ও বেন স্টোকস ৩ চার ও ১ ছক্কায় করেন ৪২ রান। এবং মঈন আলীর ব্যাট থেকে আসে ৪ চারে ২৯ রান।

এই টেস্ট জিতলে সিরিজে সমতা ফেরাতে পারবে ইংল্যান্ড। কিন্তু আগের অ্যাশেজ সিরিজ অস্ট্রেলিয়া জেতায় ট্রফি তাদের কাছেই থাকবে। আর অস্ট্রেলিয়া যদি জিতে যায় তাহলে ২২ বছর পর ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ সিরিজ জয়ের কৃতিত্ব দেখাবে। 

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়