ঢাকা     মঙ্গলবার   ২৩ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তাইজুলকে এশিয়া কাপের দলে নেয়ার দাবিতে মানববন্ধন

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ২৫ আগস্ট ২০২৩   আপডেট: ১৭:৫৩, ২৮ আগস্ট ২০২৩
তাইজুলকে এশিয়া কাপের দলে নেয়ার দাবিতে মানববন্ধন

আসন্ন এশিয়া কাপের দলে তাইজুলকে নেয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে নাটোরে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছেন তার ভক্তরা।

মানববন্ধনে সমর্থকেরা বলেন, তাইজুল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একজন অভিজ্ঞ ও পরিপক্ব খেলোয়াড়। দীর্ঘদিন ধরে তিনি নিজেকে প্রমাণ করেছেন। এই স্পিনার এখনো দেশের জন্য অপরিহার্য একজন খেলোয়াড়।

আরো পড়ুন:

বক্তারা বলেন, জাতীয় দলে অতীতের কৃতিত্বপূর্ণ অবদানের কথা বিবেচনা করে আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে তাইজুলের অন্তর্ভুক্তি প্রয়োজন। স্পিন আক্রমণ ও ব্যাট হাতে সাবলীল রান করার অসাধারণ ক্ষমতা রয়েছে তার।

আসন্ন এশিয়া কাপ ও বিশ্বকাপ দলে তাইজুলকে অন্তর্ভুক্ত করা না হলে আরো বড় ধরনের আন্দোলন করা হবে বলে জানান ভক্তরা। মানববন্ধনে জেলার সাবেক ক্রিকেটার, তাইজুলের ভক্ত ও সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন।

আরিফুল/কেআই

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়