ঢাকা     বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪ ||  বৈশাখ ২৬ ১৪৩১

বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে লেভানডোভস্কির আক্ষেপ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১০, ৩১ আগস্ট ২০২৩  
বার্সেলোনার আক্রমণভাগ নিয়ে লেভানডোভস্কির আক্ষেপ

চলতি মৌসুমের শুরুটা ভালো হয়নি বার্সেলোনার। মাঠের ছন্দে আগের বার্সাকে খুঁজে পাওয়াও কষ্টকর। রক্ষণ ও মাঝমাঠ ঠিক থাকলেও আক্রমণে গিয়েই খেই হারিয়ে ফেলছে কাতালান দলটি। এ নিয়েই আক্ষেপ প্রকাশ করেছেন দলটির আক্রমণ ভাগের অন্যতম ভরসা রবার্ট লেভানডোভস্কি।

লেভানডোভস্কির দাবি, বার্সার আক্রমণভাগে পর্যাপ্ত খেলোয়াড় নেই। যার কারণে তিনি নিজেও গোলের দেখা পাচ্ছেন না। যোগ্য সমর্থনের অভাবে প্রতিপক্ষের ডি-বক্সে গিয়েই খেই হারিয়ে ফেলছেন পোলিশ তারকা। এ বিষয়ে দলটির কোচ জাভি হার্নান্দেজের দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।

লন্ডনভিত্তিক খেলাধুলা বিষয়ক গণমাধ্যম ইলেভেন স্পোর্টস-কে দেওয়া সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে জাভির খেলানোর ধরণের সমালোচনা করে হতাশা নিয়ে লেভানডোভস্কি বলেন, ‘আমরা বার্সেলোনা। আমরা শুধু জিতবো কেন? ভালো আক্রমণাত্মক ফুটবল খেলে তবেই জিতবো।’

‘কিন্তু যেমন খেলা উচিত তেমন হয় না। তাই ম্যাচগুলোতে আমাদেরকে সুযোগ তৈরী করতে বেশ লড়াই করতে হয়। কখনো কখনো আমরা আক্রমণ ভাগে যথেষ্ট খেলোয়াড় নিয়ে খেলি না। এটা আমি সমর্থন করি না।’ – পোলিশ তারকা আরও যোগ করেন।

আক্রমণভাগের খেলোয়াড় সংকটে গোল পাচ্ছেন না লেওয়া। চলতি মৌসুমে ৩ ম্যাচে মাত্র ১ গোল পেয়েছেন তিনি। তবে শুধু নিজের গোল নিয়েই ভাবছেন না। দলের স্বার্থের কথাও ভাবছেন জানিয়ে পোলিশ অধিনায়ক বলেন, ‘আমি কেবল আমার জন্য নয়, দলের জন্যও সমাধান খুঁজছি।’

এই সমস্যা থেকে দল বেরিয়ে আসবে বলেও আত্মবিশ্বাসী সাবেক বায়ার্ন তারকা। সেই সঙ্গে নিজেও ফিরে আসবেন জানিয়ে লেভানডোভস্কি বলেন, ‘আপনি কীভাবে শুরু করবেন তা গুরুত্বপূর্ন নয়, আপনি কীভাবে শেষ (মৌসুম) করবেন সেটাই আসল। আমিও ফর্মে ফিরে আসবো।’

চলতি মৌসুমে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে বার্সেলোনা। তাতে ২ জয় ও ১ ড্র নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করেছে জাভির দল। তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

ঢাকা/বিজয়

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়