ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সালাহ সাতে সাত, লিভারপুল পেল জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩০, ৩ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ২৩:০০, ৩ সেপ্টেম্বর ২০২৩
সালাহ সাতে সাত, লিভারপুল পেল জয়

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার রাতে জয় পেয়েছে লিভারপুল। তারা ৩-০ গোলে হারিয়েছে অ্যাস্টন ভিলাকে। এই ম্যাচে অলরেডদের হয়ে প্রথমবার গোল পেয়েছেন ডমিনিক সোবোসজলাই। গোল পেয়েছেন মোহাম্মদ সালাহও। এটা ছিল অ্যাস্টন ভিলার বিপক্ষে সপ্তম ম্যাচে তার সপ্তম গোল। অপর গোলটি এসেছে আত্মঘাতি খাত থেকে।

এটি ছিল লিভারপুলের হয়ে জার্গেন ক্লপের ৩০০তম ম্যাচ। আর অ্যাস্টন ভিলার বিপক্ষে সবশেষ ১২ ম্যাচে লিভারপুলের দশম জয়।

আরো পড়ুন:

এই জয়ে ৪ ম্যাচ থেকে ১০ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে লিভারপুল। সমান ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে অ্যাস্টন ভিলা আছে একাদশতম স্থানে।

ঘরের মাঠে এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই গোলের দেখা পায় লিভারপুল। এ সময় সোবোসজলাই ১৮ গজ দূর থেকে দারুণ হাফভলিতে গোল করে এগিয়ে নেন দলকে।

২২ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ হয়। এ সময় নুনেজের নেওয়া জোরালো শট পোস্টে লেগে ফিরে আসে এবং ভিলার রক্ষণভাগের খেলোয়াড় ম্যাটি ক্যাশের গায়ে লেগে জালে জড়ায়। তাতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় অলরেডরা।

বিরতি থেকে ফিরে ৫৫ মিনিটের মাথায় গোল পান সালাহ। তাতে লিভারপুল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। শেষ পর্যন্ত এই ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।

ঢাকা/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়