ওয়ালটন-এনএএসপিডি গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব চলতি মাসে

আজ সোমবার সন্ধ্যায় জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির (এনএএসপিডি) একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী চলতি মাসের ২২ ও ২৩ তারিখ বিশেষ শিশু-কিশোরদের ‘ওয়ালটন-এনএএসপিডি গ্রীষ্মকালীন ক্রীড়া উৎসব-২০২৩’ অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে থাকবে এটিএন বাংলা ও এটিএন নিউজ।
সভায় এনএএসপিডি’র নব নির্বাচিত কমিটি ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রধান উপদেষ্টা এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমানকে। তিনি নব নির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রতিবন্ধী ক্রীড়া সমিতির মহাসচিব ড. সেলিনা আক্তারসহ অন্যান্যরা।
ঢাকা/আমিনুল
আরো পড়ুন