ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চ্যাম্পিয়ন জাপানের কাছে হারলো বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, চীন থেকে: || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৪ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৭:০৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩
চ্যাম্পিয়ন জাপানের কাছে হারলো বাংলাদেশ

এশিয়ান গেমস হকির ‘এ’ গ্রুপের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন জাপানের কাছে হেরেছে বাংলাদেশ। আজ রোববার চীনের হ্যাংজুর গংশু ক্যানেল স্পোর্টস পার্ক স্টেডিয়ামে জাপানের কাছে ৭-২ গোলে হেরে যায় আশরাফুল-মিমোরা। প্রথমার্ধে জাপান ৪-১ গোলে এগিয়ে ছিল।

অবশ্য শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে সাধ্যমতো লড়ে সুবিধা করতে পারেনি। তবে আশরাফুল ইসলাম ও পুস্কর ক্ষিসা মিমো দুটি গোল করে ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়েন তারা।

আরো পড়ুন:

গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে আগামীকাল সোমবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর, ৩০ সেপ্টেম্বর উজবেকিস্তান এবং ২ অক্টোবর ভারতের বিপক্ষে খেলবে তারা। বাংলাদেশ অবশ্য সিঙ্গাপুর ও উজবেকিস্তানের বিপক্ষে জয়ের আশা করছে।

উল্লেখ্য, এশিয়ান গেমসের ১৯তম আসরে হকিতে ১২টি দল অংশ নিয়েছে। তার মধ্যে ‘এ’ গ্রুপে আছে- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, জাপান, উজবেকিস্তান ও সিঙ্গাপুর। আর ‘বি’ গ্রুপে আছে স্বাগতিক চীন, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়া, ওমান ও থাইল্যান্ড।

হাংজু/আমিনুল/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়