ঢাকা     শনিবার   ০৭ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ২৩ ১৪৩১

ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ দুই

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০২, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১২:০৩, ২১ নভেম্বর ২০২৩
ইংল্যান্ডের বিপক্ষে উইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ দুই

বাছাইপর্বে ব্যর্থ হয়ে ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তারা টার্গেট করেছে ২০২৭ বিশ্বকাপকে। সে লক্ষ্যে ডিসেম্বরে ইংল্যান্ডের মুখোমুখি হবে তারা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য আজ মঙ্গলবার ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা। দলের অধিনায়ক হিসেবে আছেন যথারীতি শেই হোপ। আলজারি যোসেফ আছেন সহ-অধিনায়ক হিসেবে। নতুন মুখ হিসেবে দলে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড ও ম্যাথিউ ফোর্ড।

সামনে টেস্ট সিরিজ থাকায় ওয়ানডে দলে রাখা হয়নি অভিজ্ঞ জ্যাসন হোল্ডার ও নিকোলাস পুরানকে।

দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শেন ডওরিচ। তিনি সবশেষ ২০১৯ সালে খেলেছিলেন প্রথম ওয়ানডে। এছাড়া সুযোগ পেয়েছেন উদ্বোধনী ব্যাটসম্যান কিজর্ন অটলে। যিনি সবশেষ ২০২১ সালের জানুয়ারিতে ওয়ানডে খেলেছিলেন।

২৫ বছর বয়সী রাদারফোর্ড একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। পাশাপাশি বলও করতে পারেন। যিনি এ পর্যন্ত ছয়টি টি-টোয়েন্টি খেলেছেন। তবে ২০২০ সালের পর আর খেলা হয়নি। অন্যদিকে ২১ বছর বয়সী ফোর্ড একজন মিডিয়াম পেসার।

আগামী ৩ ও ৬ ডিসেম্বর অ্যান্টিগায় হবে প্রথম দুই ওয়ানডে। আর ৯ ডিসেম্বর বার্বাডোজে হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।

ওয়ানডে সিরিজ শেষে দুই দল পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দল:
শেই হোপ (অধিনায়ক), অ্যালিক অ্যাথানাজে, ইয়ানিক ক্যারিয়া, কেসি কার্টি, রোস্টন চেজ, শেন ডওরিচ, ম্যাথিউ ফোর্ড, শিমরন হেটমায়ার, আলজারি জোসেফ, ব্র্যান্ডন কিং, গুদাকেশ মোতি, কেজর্ন ওটলি, শেরফেন রাদারফোর্ড, রোমারিও শেফার্ড ও ওশানে থমাস।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়