ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অস্ট্রেলিয়ার ক্ষত মুছবে কি লেবাননে?

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৯, ২১ নভেম্বর ২০২৩   আপডেট: ১৬:১১, ২১ নভেম্বর ২০২৩
অস্ট্রেলিয়ার ক্ষত মুছবে কি লেবাননে?

বিশ্বকাপ বাছাইপর্বের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হার মানে বাংলাদেশ। মেলবোর্নে বিশ্বকাপে খেলা অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় ৭-০ গোলে। বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ লেবানন। কিংস অ্যারেনায় সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।

অস্ট্রেলিয়ার কাছে বড় ব্যবধানে হারের ক্ষতটা আজ লেবাননের বিপক্ষে ভালো খেলে মুছতে চায় জামাল-মোরসালিনরা।

আরো পড়ুন:

অবশ্য বাংলাদেশের চেনা প্রতিপক্ষ লেবানন। চলতি বছরেই ভারতে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে তাদের বিপক্ষে খেলেছিল বাংলাদেশ। দারুণ খেলে ৮০ মিনিট পর্যন্ত নিজেদের জাল অক্ষত রেখেছিল। এরপর অবশ্য দুই গোল হজম করে হার মেনেছিল।

ঘরের মাঠে তাদের বিপক্ষে খেলা হওয়ায় ভালো কিছুর ব্যাপারে আশাবাদী বাংলাদেশ।

মূলত বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ পাখির চোখ করেছে লেবানন ও ফিলিস্তিনকে। এই দুই দলকে হারাতে পারলে ভালো কিছু অপেক্ষা করছে লাল-সবুজের জার্সিধারীদের জন্য। ঘরের মাঠ থেকে হোক সেই ভালোর সূচনা।

অবশ্য আজকের ম্যাচে খেলতে পারবেন না মিডফিল্ডার সাদ উদ্দিন ও স্ট্রাইকার রাকিব হোসেন। তাদের দুজনের দুটি করে হলুদ কার্ড রয়েছে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়