ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৫ ১৪৩১

টানা সাত জয়ের পর পয়েন্ট হারালো ফ্রান্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৪৩, ২২ নভেম্বর ২০২৩   আপডেট: ০৯:০২, ২২ নভেম্বর ২০২৩
টানা সাত জয়ের পর পয়েন্ট হারালো ফ্রান্স

ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা সাত ম্যাচ জিতে আকাশে উড়ছিল ফ্রান্স। তবে অষ্টম ম্যাচে এসে হোঁচট খেলো ফরাসিরা। মঙ্গলবার (২১ নভেম্বর) শেষ রাউন্ডের ম্যাচে গ্রিসের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। প্রথম লেগে তারা গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল।

এদিন ম্যাচের শুরু থেকেই নিজেদের স্বাভাবিক ছন্দটা অনুপস্থিত ছিল ফ্রান্সের খেলায়। তবে ধীরে ধীরে আক্রমণাত্মক হয়ে ওঠে তারা। প্রথমার্ধের শেষ দিকে কোলো মুয়ানির গোলে এগিয়েও যায় কিলিয়ান এমবাপ্পের দল। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি সাবেক ইউরোপ চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে ২০ গজ দূর থেকে আনাস্তাসিওসের ভলিতে সমতায় ফেরে গ্রিস। পাঁচ মিনিট পরই আবার ফটিসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ফ্রান্সের কপালে যখন চিন্তার ভাঁজ, ঠিক তখনি ত্রাতা হয়ে আসেন দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পে। ৭৪ মিনিটে তার অ্যাসিস্টে সমতা ফেরানো গোলটি করেন ইউসুফ ফোফানা।

আরো পড়ুন:

এউ ড্রতেও অবশ্য ফ্রান্সের কোনো ক্ষতি হয়নি। ‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ফ্রান্স ২২ পয়েন্ট নিয়ে বাছাই শেষ করলো। এই গ্রুপের দ্বিতীয় সেরা দল হিসেবে মূল পর্বের টিকেট আগে নিশ্চিত করেছিল নেদারল্যান্ডস। শেষ রাউন্ডে জিব্রাল্টার মাঠে ৬-০ গোলে জিতেছে ডাচরা।

ঢাকা/বিজয়


সর্বশেষ

পাঠকপ্রিয়