ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৯ নভেম্বর ২০২৩   আপডেট: ২২:৪২, ২৯ নভেম্বর ২০২৩
কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার কোচ থাকছেন স্কালোনি

ব্রাজিলের বিপক্ষের ম্যাচের পরই গুঞ্জন ছড়িয়ে পরে চারদিক। লিওনেল স্কালোনি দায়িত্ব ছাড়ছেন আর্জেন্টিনার। অনেকে ধরেই নিয়েছিলেন সেটা খুব নিকটবর্তী। কিন্তু আজ বুধবার জানা গেল সহসাই কোচের পদ থেকে সরে দাঁড়াচ্ছেন না তিনি। ২০২৪ কোপা আমেরিকায়ও দায়িত্ব পালন করবেন আর্জেন্টিনার। এরপর দায়িত্ব ছাড়বেন তিনি।

এ বিষয়ে মুন্ডো আলবিসিলেস্তে এক প্রতিবেদন প্রকাশ করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে স্কালোনি জানিয়েছেন ২০২৪ কোপা আমেরিকায়ও আর্জেন্টিনার ডাগআউটে দাঁড়াবেন। এরপর দায়িত্ব ছাড়বেন কোচের।

আরো পড়ুন:

তার আগে আগামী সপ্তাহে মায়ামিতে যাবেন তিনি। সেখানে অংশ নিবেন কোপা আমেরিকা-২০২৪ এর ড্র অনুষ্ঠানে। আর ৭ ডিসেম্বর যোগ দিবেন আর্জেন্টিনা দলের সঙ্গে।

২০১৮ সালের আগস্টে আর্জেন্টিনার অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নেন স্কালোনি। তার অধীনেই ২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। লিওনেল মেসির হাত ধরে ৩৬ বছরের অপেক্ষার পালা ফুরোয় তাদের। তার আগে ২৮ বছর পর ২০২১ সালে কোপা আমেরিকা জিতে আলবিসিলেস্তারা।

স্কালোনির অধীনে আর্জেন্টিনা এ পর্যন্ত ৬৭ ম্যাচ খেলে জিতেছে ৪৬টিতে, হেরেছে মাত্র ৭টিতে, আর ড্র ১৫টিতে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়