রিঙ্কুর ব্যাটিংয়ের ভক্ত আন্দ্রে রাসেল
ক্যারিবীয়ান তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল মূলত তার মারকাটারি ব্যাটিংয়ের জন্যেই বেশি পরিচিত। সেই রাসেলই কিনা একজন ভারতীয় তরুণের ব্যাটিংয়ের ভক্ত। ঝড়ো ব্যাটিংয়ে সাম্প্রতিক সময়ে সাড়া ফেলে দেওয়া রিঙ্কু সিংয়ের ব্যাটিং দেখার জন্যেই ভারতের খেলা দেখেন রাসেল। হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই ক্যারিবীয় ক্রিকেটার।
রাসেল এই মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন আবুধাবি টি-টেন লিগে। ডেকান গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠ মাতাচ্ছেন। সেখান থেকেই নিয়মিত খোঁজ রাখছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কলকাতা নাইট রাইডার্সের সতীর্থ রিঙ্কুর। ভারতীয় পত্রিকাটিকে রাসেল বলেন, ‘রিঙ্কুর বিধ্বংসী ব্যাটিং দেখার জন্যই ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ নিয়মিত দেখছি।’
অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। এই সিরিজের শুরু থেকেই ব্যাট হাতে নজর কেড়েছেন রিঙ্কু সিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতেও ১৫৮.৬২ স্ট্রাইক রেটে ৪ চার ও ২ ছয়ে ২৯ বলে ৪৮ রানের মারকাটারি ইনিংস খেলেছেন এই বাঁহাতি।
আন্তর্জাতিক টি২০তে রিঙ্কুর স্ট্রাইক রেট ২১৬.৯৪। এতে মোটেও অবাক নন রাসেল। এই হার্ডহিটার বলেন, ‘ও যেভাবে খেলছে তাতে আশ্চর্য্য হওয়ার কিছু নেই। কয়েক বছর আগেই কেকেআরে যোগ দেয়ার পর থেকে দেখছি। প্রতিটা নেট সেশনে ও যখনই ব্যাট করতো, প্রতিভার ঝলক দেখাতো।’
রিঙ্কু শুধু নেটে কিংবা মাঠেই ভালো খেলেন তা নয়, মাঠের বাইরেও অসাধারণ বলে জানালেন রাসেল। অসাধারণ টিম ম্যান রিঙ্কুর ব্যাপারে রাসেল বিশ্বাস করেন, ‘নিজেকে আরও সমৃদ্ধ করার মধ্য দিয়ে সামনের সময়গুলোতে ভারতের জন্য একজন দুর্দান্ত খেলোয়াড় ও সম্পদে পরিণত হবেন।’
ঢাকা/বিজয়