ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বর্ষণ-জীবনের বোলিং তোপে টালমাটাল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৯, ৩ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ১৭:৪৩, ৩ ফেব্রুয়ারি ২০২৪
বর্ষণ-জীবনের বোলিং তোপে টালমাটাল পাকিস্তান

যুব বিশ্বকাপে সুপার সিক্সের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং করতে নেমে পাকিস্তানি ব্যাটসম্যানদের নাজেহাল অবস্থা করছেন বাংলাদেশী বোলাররা। রোহানাত দৌলা বর্ষণ-শেখ পারভেজ জীবনের বোলিং তোপে পাকি যুবাদের খাবি খাওয়ার জোগাড়! দেড়শর আগেই ৬ উইকেট হারিয়ে বসেছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেটে ১০৬ রান। উইকেটে আছেন আরাফাত মিনহাজ ও আলি আসফান্দ। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নিয়েছেন বর্ষণ ও ২ উইকেট ঝুলিতে পুরেছেন শেখ পারভেজ জীবন।

আরো পড়ুন:

ব্যাটিংয়ে নেমেই শুরুতে ধরে খেললেও আস্তেধীরে চড়াও হয়ে পোঠেন দুই পাকিস্তানি ওপেনার শামিল হুসেন ও শাহজাইব খান। দুইজনের দারুণ ব্যাটিং যখন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, ঠিক তখনই আঘাত করেন বর্ষণ। ৩১ রান করা শামিলকে ফেরান এই পেসার। এরপর ক্রিজে এসে টিকতে পারেননি আজান আওয়াইসও।

বাকি সময়ে একপ্রান্ত আগলে রাখেন শাহজাইব। তবে অন্যপ্রান্তে তখন উইকেটে যাওয়া-আসার মিছিল। এই মিছিলে একে একে যোগ দিতে থাকেন সাদ বেগ, আহমেদ হাসান, হারুন আরশাদ। সতীর্থদের এমন আসা-যাওয়ার মিছিলে দেখে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন শাহজাইবও। আউট হওয়ার আগে ৬৭ বলে করেন ২৬ রান।

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়