ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

নান্নু-সাকিবের ভবিষ্যতসহ সোমবার আসবে বেশকিছু বড় সিদ্ধান্ত

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪০, ১১ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২১:১৬, ১১ ফেব্রুয়ারি ২০২৪
নান্নু-সাকিবের ভবিষ্যতসহ সোমবার আসবে বেশকিছু বড় সিদ্ধান্ত

সাকিব আল হাসান কি তিন সংস্করণে বাংলাদেশ দলের নেতৃত্বে থাকছেন? নাকি অব্যাহতি চেয়েছেন নেতৃত্ব থেকে? মিনহাজুল আবেদীন নান্নুর নির্বাচক প্যানেলের মেয়াদ কি আরও বাড়ছে? নাকি দেখা যাবে নতুন মুখ? 

সাকিব-নান্নুর ভবিষ্যতসহ আগামীকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) বেশ কিছু বড় সিদ্ধান্ত আসছে বাংলাদেশের ক্রিকেটে। এ দিন দুপুরে হোম অব ক্রিকেটে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কার্যালয়ে বসবে নবম বোর্ড মিটিং। 

বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও পরিচালকদের নির্বাচনী ব্যস্ততার কারণে লম্বা সময়ের বিরতিতে বসতে যাচ্ছে বোর্ড। বিশ্বকাপের পরপরই এটি হওয়ার কথা ছিল। বিসিবি প্রেসিডেন্ট যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তার ব্যস্ততায় এটি আরও পিছিয়ে আসে।

বোর্ড মিটিংয়ে এজেন্ডার অন্যতম বিষয় হচ্ছে নেতৃত্ব ঠিক করা, নির্বাচক প্যানেল চূড়ান্ত করা, কোচ নিয়োগ এবং কোচদের পদবি ঠিক করা, ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করা, শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, নারী বিশ্বকাপ আয়োজনসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের সিদ্ধান্ত নেয়া হবে এবারের মিটিংয়ে।

মিটিং নিয়ে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আশা করছি আগামীকাল ৪টায় (বিসিবির বিবৃতিতে অনুযায়ী ২টায়) শুরু হবে বোর্ড মিটিং। আমাদের মিটিংয়ে অর্থনৈতিক ব্যাপারগুলোর পাশাপাশি নির্বাচক প্যানেল নিয়ে আলোচনা হবে। এছাড়াও আমাদের স্টেডিয়ামের কাজ নিয়ে বোর্ডকে আপডেট জানানো হবে। স্টেডিয়াম সংশ্লিষ্ট কিছু বিষয় অনুমোদনের জন্য বোর্ডে পেশ করা হবে।’

রিয়াদ/আমিনুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়