ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ভারতীয় হিসেবে আমরা ক্যাঙ্গারুকে অতোটা ভয় পাই না, যতোটা টাইগারকে পাই’

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৭, ১৬ ফেব্রুয়ারি ২০২৪   আপডেট: ২০:১৩, ১৬ ফেব্রুয়ারি ২০২৪
‘ভারতীয় হিসেবে আমরা ক্যাঙ্গারুকে অতোটা ভয় পাই না, যতোটা টাইগারকে পাই’

দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পন্সর হয়েছে টেলিকম সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড। আজ শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী রাজীব শেঠি। ভারতীয় এই দক্ষ এক্সিকিউটিভ তার বক্তব্যে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ভূয়সী প্রশংসা করেন।

রাজীব শেঠি এ সময় জানান, ভারত ক্যাঙ্গারু তথা অস্ট্রেলিয়াকে অতোটা ভয় পায় না যতোটা টাইগার তথা বাংলাদেশকে পায়। তিনি বলেন, ‘আমরা জানি টাইগাররা বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিধর দল। একজন ভারতীয় হিসেবে আমি আপনাদের বলতে পারি, আমরা ক্যাঙ্গারুকে অতোটা ভয় পাই না যতোটা টাইগারকে পাই। এটাই আসলে টাইগারের প্রকৃত শক্তি।’

আরো পড়ুন:

তিনি আরও বলেন, ‘২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত রবি বিসিবি’র স্পন্সর হিসেবে যুক্ত ছিল। এই সময়ের মধ্যে জাতীয় ক্রিকেট দল অনেকগুলো উল্লেখযোগ্য জয় পেয়েছে। ব্যাক টু ব্যাক চারটি সিরিজ জিতেছে। তার মধ্যে নিউ জিল্যান্ড, পাকিস্তান দক্ষিণ আফ্রিকা রয়েছে। চতুর্থটির (ভারত) বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না।’

‘এছাড়া ২০১৫ বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনাল খেলে। ২০১৬ সালে এশিয়া কাপে রানার্স-আপ হয়। ২০১৭ সালে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ প্রথমবার সেমিফাইনাল খেলে। যা আইসিসির কোনো ইভেন্টে বাংলাদেশের প্রথম সেমিফাইনাল ছিল। রবির ফাস্ট বোলার হান্ট ক্যাম্পেইন থেকে বাংলাদেশ পেয়েছে এই সময়ের ঝড় তোলা পেসার এবাদত হোসেনকে।’- যোগ করেন রাজীব শেঠি।

ঢাকা/আমিনুল/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়