ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩২, ৮ জুন ২০২৪   আপডেট: ১১:৪৯, ৮ জুন ২০২৪
‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে’

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ১২৪ রানে আটকে রাখার পরও বাংলাদেশ মাত্র ২ উইকেটে ম্যাচ জেতে। বোলাররা নিজেদের কাজটা ঠিকঠাক করলেও ব্যাটাররা পারেননি দায়িত্ব সামলাতে। শেষমেশ মাহমুদউল্লাহ অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ১ ওভার আগে।

বাংলাদেশের জয়ের নায়ক রিশাদ হোসেন। নিজের প্রথম বৈশ্বিক আসরে খেলতে নেমে ২২ রানে ৩ উইকেট পেয়েছেন লেগ স্পিনার। ইনিংসের গুরুত্বপূর্ণ সময়ে বোলিংয়ে এসে টানা দুই বলে দুই উইকেট নেন রিশাদ। এক ওভার পর ফিরে তার সাফল্যখাতায় যোগ হয় আরেকটি উইকেট। দ্রুত তিন উইকেট নিয়ে শ্রীলঙ্কার মিডল অর্ডার এলোমেলো করে দেন।

আরো পড়ুন:

ব্যাট হাতে অবদান রাখার সুযোগ ছিল তার। কিন্তু হাল ছেড়ে দেন। তবে বোলিংয়ে ভালো করায় সবার মন জয় করেছেন রিশাদ। তরুণ লেগ স্পিনারকে দেখে ভালো লেগেছে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজারও। তাকে পাওয়ার উচ্ছ্বাস টের পাওয়া গেল মাশরাফির কথায়।
 
সামাজিক যোগাযোগ মাধ্যম এক পোস্টে মাশরাফি লিখেছেন, ‘বোলিংয়েই ম্যাচের পার্থক্য গড়ে দিয়েছে। যে ধরনের উইকেটে খেলা হচ্ছে তাতে ভরসা না করার কোন কারণ নাই। রিশাদ, মোস্তাফিজ, তাসকিন, সাকিব জুনিয়ার সবাই দারুণ বোলিং করেছে। এর মধ্যে অবশ্যই রিশাদ একটু আলাদা কারণ তার প্রথম বিশ্বকাপ ম্যাচ। তারপর আবার এমন সময় বোলিং করেছে যখন খেলা দুই দলের দিকেই ছিলো। চাপ সামলে দারুণ ভাবে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছে।’
 
‘অনেক দিনের লেগ স্পিনারের আক্ষেপ হয়তো মিটতে যাচ্ছে, যদিও অনেক সময় বাকি। মোস্তাফিজের জন্য এই বিশ্বকাপ স্বর্গে থাকার মতো কারণ এর চেয়ে আইডিয়েল উইকেট ও হয়তো খুব কম পাবে। সাকিবের সিলেকশন নিয়ে অনেক কথা হলেও সে ঠিকই তার সেরাটা বের করে এনেছে, এজন্য অবশ্যই সিলেকশন প্যানেলকে ধন্যবাদ দিতে হবে।’

‘ব্যাটিং এমনিতেই এই উইকেটে একটু কঠিন হবে তবে লিটনের দায়িত্বশীল এবং হৃদয়ের সাহসী ব্যাটিং হয়তো সামনের ম্যাচ গুলোয় অনেক সাহস যোগাবে। তারপরও মনে করি এ ম্যাচ আরও হ্যান্ডস্যামলি জেতা উচিত ছিলো। যাই হোক দিনশেষে জয় জয়ই কারণ, দল এমনিতেই অনেক চাপে ছিলো।’

‘যে ধরনের উইকেটে খেলা হচ্ছে এটা আমাদের দলের জন্য অবশ্যই ভালো কারণ স্লো ট্রাক মানেই আমাদের সুযোগ সব সময়ই থাকবে। অনেক কষ্টের জয়,পরের গুলো সহজ হোক এই প্রত্যাশা।’

‘ওহ রিয়াদ ইউ অলওয়েজ বিউটি আন্ডার প্রেসার।’

ঢাকা/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়