ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ড্যানিশ ডিনামাইটকে রুখে দিলো লিটল ইউরোপ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:৫১, ১৭ জুন ২০২৪   আপডেট: ১৫:২৬, ১৭ জুন ২০২৪
ড্যানিশ ডিনামাইটকে রুখে দিলো লিটল ইউরোপ

ইউরো ২০২০-এ ক্রিস্টিয়ান এরিকসেন মাঠে হৃদ রোগে আক্রান্ত হয়ে ভড়কে দিয়েছিলেন ফুটবল বিশ্বকে। বিশ্বজুড়ে ফুটবল ভক্তরা প্রার্থনায় বসেছিলেন তার সুস্থতার জন্য। আর চলমান ইউরো ২০২৪-এ এরিকসেন শিরোনামে এলেন ডেনমার্কের নায়ক হয়।

তবুও লিটল ইউরোপ খ্যাত স্লোভেনিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে ডেনমার্ক। ড্যানিশ ডিনামাইট এদিন কাজে আসেনি স্লোভেনিয়ার সঙ্গে। গ্রুপ ‘স’ থেকে শনিবার রাতে স্টুটগার্ট অ্যারেনায় মুখোমুখি হয় দুই দল।

আরো পড়ুন:

থ্রো থেকে বল পেয়ে জোনাস উইন্ডের পাস ডি বক্সে আগে থেকে থাকা এরিকসেনকে খুঁজে পায়। নিচু শটে কোনাকুনিভাবে লক্ষ্যভেদ করে স্লোভেনিয়ার জাল।

এগিয়ে যায় ডেনমার্ক। বিরতি পর্যন্ত কোনো দল গোলের দেখা পায়নি। ৭৭ মিনিটে কর্নার থেকে এরিক জানযার হেড খুঁজে নেয় ড্যানিশদের জাল। ম্যাচে আসে সমতা। শেষ পর্যন্ত ১ গোল করে দুই দল মাঠ ছাড়ে।

স্লোভেনিয়ার জাল লক্ষ্য করে ড্যানিশরা শট নিয়েছে ২০ বার। অন্যদিকে স্লোভেনিয়ার শট ছিল ১৩টি। তবে বল দখলের লড়াইয়ে বেশ এগিয়ে ছিল ডেনমার্ক। তাদের পায়ে বল ছিল ৬৮ শতাংশ সময়। 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়