ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কঠিন ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২১ জুন ২০২৪   আপডেট: ১৫:৫২, ২১ জুন ২০২৪
কঠিন ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি ফ্রান্স

ইউরোতে এবার একটি করে ম্যাচ খেলেছে নেদারল্যান্ডস ও ফ্রান্স। উভয় দলই পেয়েছে জয়। তবে ফ্রান্সের জয়ের চেয়ে বেশি আলোচনায় এসেছিল কিলিয়ান এমবাপ্পের ইনজুরি। অস্ট্রিয়ার খেলোয়াড়ের সঙ্গে ধাক্কা লেগে তার নাক ফেঁটে যায়। পরবর্তী ম্যাচগুলোতে তার খেলা নিয়েও শঙ্কা জাগে। তবে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের আগে ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম জানিয়েছেন এমবাপ্পের সবকিছু ভালোর দিকে। সবকিছু ঠিক থাকলে আজকের ম্যাচে রিয়াল তারকা খেলতেও পারেন।

এমবাপ্পে না খেললেও ফ্রান্সের স্কোয়াডে তার বিকল্প খেলোয়াড় রয়েছে। তারাও নিঃসন্দেহে দেশমের পরীক্ষিত সৈনিক।

আরো পড়ুন:

এ বিষয়ে নেদারল্যান্ডসের কোচ রোনাল্ড কোম্যান বলেছেন, ‘এমবাপ্পে না খেললেও ফ্রান্স শক্তিশালী দল। তার পরিবর্তে যারা খেলবে তারাও বড় মাপের খেলোয়াড়। আসলে এই বিষয়টা নিয়ে আমি ভাবতে চাচ্ছি না। আমরা যেটা করতে পারি সেটা হলো আমাদের দলকে অনুপ্রাণিত করা। ভালো খেলতে উদ্বুদ্ধ করা। সেরা প্রস্তুতি নিয়ে প্রস্তুত থাকা।’

‘এমবাপ্পে থাকুক কিংবা না থাকুক সেটার ওপর তো কোনো কিছু কিংবা সবকিছু নির্ভর করে না। আমরা জানি সে ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। ম্যাচে বড় প্রভাব রাখতে পারে। যেটা তাদের বিপক্ষে আমাদের সবশেষ দুই ম্যাচে দেখেছি আমরা। তবে আশা করি এই ম্যাচে আমরা এটা দেখাতে পারবো যে আগের চেয়ে উন্নতি করেছি।’- আরও যোগ করেন তিনি।

এমবাপ্পের খেলা বিষয়ে নেদারল্যান্ডসের কোচ দেশম বলেছেন, ‘তার সবকিছু ভালোই যাচ্ছে। গতকাল সে কিছু হালকা ব্যায়াম করেছে। আজকেও তাই করবে। তার সবকিছু ভালোর দিকে যাচ্ছে। নেদারল্যান্ডসের বিপক্ষের ম্যাচে সে যাতে খেলতে পারে সেটার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করবো।’

নেদারল্যান্ডসে সমীহ করে তিনি বলেন, ‘আমরা যখন নেদারল্যান্ডসের বিপক্ষে বাছাইপর্ব খেলেছিলাম, তখন তাদের পাঁচ-ছয়জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিল না। তারা এখন আর সেই দল নেই। নিঃসন্দেহে তার চেয়ে অনেক শক্তিশালী দল এখন।’

আজকের ম্যাচে যে দলই জয় পাবে তারা নকআউট পর্ব নিশ্চিত করবে। সে কারণেই এমবাপ্পেকে খেলাতে মরিয়া ফ্রান্স। ২৫ বছর বয়সী তারকাও খেলতে মুখিয়ে আছেন। হয়তো তিনি মাস্ক পরে আজ মাঠে নেমে যেতে পারেন।

এর আগে ফ্রান্স ও নেদারল্যান্ডসে ১০ বার মুখোমুখি হয়েছিল। তার মধ্যে ৭ বার জিতেছে ফ্রান্স। ২ বার জিতেছে নেদারল্যান্ডস। একটি ম্যাচ হয়েছে ড্র। 

নেদারল্যান্ডসের সম্ভাব্য শুরুর লাইনআপ:
ভার্ব্রুগেন, ডামফ্রিজ, ভির্জিল ডাইক, আকে, শৌটেন, বীরম্যান, সিমন্স, রেইজন্ডারস, গাকপো ও ডিপাই।

ফ্রান্সের সম্ভাব্য শুরুর লাইনআপ:
ম্যাগনান, কাউন্দে, সালিবা, উপমেকানো, হার্নান্দেজ; কান্তে, রাবিওট, দেম্বেলে, গ্রিজম্যান, থুরাম ও জিরোড।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়