ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনও যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:৪৫, ২৫ জুন ২০২৪   আপডেট: ০০:৪৯, ২৫ জুন ২০২৪
এখনও যেভাবে সেমিতে যেতে পারে বাংলাদেশ 

সুপার এইটের গ্রুপ ওয়ান থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৪ রানের জয়ে শেষ চারের টিকিট পেয়েছে রোহিত শর্মার দল।

ভারতের নিশ্চিত হলেও তিন ম্যাচে মাত্র এক জয়  অস্ট্রেলিয়াকে অপেক্ষা করতে হবে বাংলাদেশের জয়ের জন্য। গ্রুপ ওয়ানের শেষ ম্যাচে বাংলাদেশ যদি আফগানিস্তানকে যে কোনো ব্যবধানে হারায় শেষ চারে চলে যাবে অস্ট্রেলিয়া।

আরো পড়ুন:

কিন্তু বাংলাদেশ যদি আফগানিস্তানের বিপক্ষে ৬২ রান কিংবা তার বেশি ব্যবধানে জয় পায় তাহলে সেমিফাইনালে চলে যাবে নাজমুল হোসেন শান্তর দল। তাড়া করলে ১৩ ওভারের মধ্যে জয় পেলেও একই সমীকরণ। 

আর যদি আফগানিস্তান জেতে তাহলে কোনো সমীকরণ কাজে আসবে না বাংলাদেশ-অস্ট্রেলিয়ার। সরাসরি চার পয়েন্ট নিয়ে সেমির টিকিট কাটবে আফগানিস্তান।

মঙ্গলবার ভোর সাড়ে ৬টায় সেন্ট ভিনসেন্টে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই মাঠে গ্রুপ পর্বের দুই ম্যাচে জিতে সুপার এইটের টিকিট পেয়েছিল লাল সবুজের প্রতিনিধিরা। 

ঢাকা/রিয়াদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়