ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ৬ জুলাই ২০২৪  
প্রথমার্ধে গোল পায়নি ইংল্যান্ড

সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ভালো খেলেও গোল পায়নি ইংল্যান্ড। তাতে গোলশূন্যভাবে শেষ হয়েছে প্রথমার্ধের খেলা।

এই অর্ধে ৫৫.২ শতাংশ বলের দখল ছিল ইংল্যান্ডের কাছে। আর ৪৪.৮ শতাংশ বলের দখল ছিল সুইজারল্যান্ডের কাছে। ইংল্যান্ড ৫টি ও সুইজারল্যান্ড ২টি দারুণ আক্রমণ শানালেও কোনো পক্ষই অন টার্গেটে শট নিতে পারেনি এই অর্ধে।

আরো পড়ুন:

সুইজারল্যান্ড ৪টি ফাউল করে ১টি হলদু কার্ড পেয়েছে। অন্যদিকে ইংল্যান্ড ২টি ফাউল করলেও কোনো হলুদ কার্ড পায়নি। ইংল্যান্ড ৩টি কর্নার পেয়েও কোনো সুবিধা আদায় করতে পারেনি। সুইসরা অবশ্য কোনো কর্নার পায়নি ৪৫ মিনিটে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়