ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কোপা আমেরিকার সেমি-ফাইনালের লাইনআপ ও সময়সূচি

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১১, ৭ জুলাই ২০২৪   আপডেট: ১২:০৪, ৭ জুলাই ২০২৪
কোপা আমেরিকার সেমি-ফাইনালের লাইনআপ ও সময়সূচি

কোপা আমেরিকার শেষ কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলের ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে পৌছে গেছে উরুগুয়ে। ব্রাজিলের পরাজয়ের মধ্যে দিয়ে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গেছে সেমিফাইনালের লাইনআপ।

গত শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে এমিলিয়ানো মার্টিনেজের বীরত্বে ইকুয়েডরকে হারিয়ে সেমি-ফাইনাল নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কানাডার কাছে হেরে বিদায় নেয় ভেনেজুয়েলা। ফলে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কানাডা।

আরো পড়ুন:

এদিকে ব্রাজিল-উরুগুয়ে ম্যাচের আগে তৃতীয় কোয়ার্টারে পানামাকে ৫-০ গোলে বিধ্বস্ত করে সেমি-ফাইনাল নিশ্চিত করে কলম্বিয়া। ফলে দ্বিতীয় সেমি-ফাইনালে শক্তিশালী কলম্বিয়ার বিপক্ষে লড়বে উরুগুয়ে।

প্রথম সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ১০ জুলাই (বুধবার) বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে লড়াইয়ে নামবে আর্জেন্টিনা ও কানাডা। পরদিন ১১ জুলাই (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। এই ম্যাচটি অনুষ্ঠিত হবে নর্থ ক্যারোলিনার ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়ামে।

কোপার সেমিফাইনালের সময়সূচি (বাংলাদেশ সময়)

তারিখ ম্যাচ সময় ভেন্যু
১০ জুলাই ২০২৪ আর্জেন্টিনা বনাম কানাডা সকাল ৬টা মেটলাইফ স্টেডিয়াম
১১ জুলাই ২০২৪ কলম্বিয়া বনাম উরুগুয়ে সকাল ৬টা  ব্যাংক অফ আমেরিকা স্টেডিয়াম

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়