ঢাকা     মঙ্গলবার   ২৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ১২ ১৪৩১

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪২, ১ আগস্ট ২০২৪  
চ্যাম্পিয়নস ট্রফির জন্য ৭০ মিলিয়ন ডলার বাজেট

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) পাকিস্তানে ২০২৫ সালে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের জন্য ৭০ মিলিয়ন মার্কিন ডলার বাজেট বরাদ্দ দিয়েছে। আইসিসির সবশেষ বোর্ড সভায় এই বাজেট পাশ করা হয়।

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসির ফিন্যান্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল কমিটির প্রধান জয় শাহর নেতৃত্বে এই বাজেট প্রস্তাব করা হয়। পরবর্তীতে বোর্ড সভায় পরিচালকরা সবাই তা পাশ করেন। ৭০ মিলিয়ন ডলারের পাশাপাশি আরও ৪.৫ মিলিয়ন ডলার অতিরিক্ত পাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। পিটিআই আইসিসির এক কর্মকর্তার বরাত দিয়ে বলছে, ‘আনুমানিক বাজেট ধরা হয়েছে ৭০ মিলিয়ন ডলার এবং বাড়তি ৪.৫ মিলিয়ন ডলার অন্যান্য খরচ হিসেবে পাবে বোর্ড।’

ধারণা করা হচ্ছে, বাড়তি এই ৪.৫ মিলিয়ন ডলার বিশেষ কারণে খরচ করতে হবে আয়োজকরা। সেই কারণটি হলো ভারতকে অতিথেয়তা দেওয়া। সরকারের কাছ থেকে পাকিস্তানে যাওয়ার অনুমতি পাবে না ভারত। তা ধরেই নিয়েছে তারা। আইসিসি বোর্ড সভাতেও তা আলোচনা হয়েছে। ভারতের ম্যাচগুলো অন্য দেশে আয়োজনের জন্য বাড়তি খরচ করতে হবে আয়োজকদের। সেজন্য আইসিসিও তাদেরকে বাড়তি অর্থ বরাদ্দ দিয়েছে।

আরো পড়ুন:

গত বছর এশিয়া কাপও বসেছিল পাকিস্তানে। পাকিস্তানে সেবারও সফর করেনি ভারত। যতটুকু জানা গেছে, ভারত এবারও পাকিস্তান যাবে না। এজন্য বিসিসিআই দুবাই নয়তো শ্রীলঙ্কায় ভারতের ম্যাচগুলো আয়োজনের প্রস্তাব দিয়েছে আইসিসিকে।

চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৯ ফেব্রুয়ারি থেকে ৯ মার্চ পর্যন্ত উইন্ডো বের করেছে। ২০ দিনে ৫০ ওভারের ৮ দলের এই আসর শেষ করতে চায় আইসিসি।

ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়