ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

ভারতকে ২৩১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪১, ২ আগস্ট ২০২৪  
ভারতকে ২৩১ রানের টার্গেট দিলো শ্রীলঙ্কা

কলম্বোতে আজ শুক্রবার প্রথম ওয়ানতে মুখোমুখি হয়েছে ভারত ও শ্রীলঙ্কা। লঙ্কানরা আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৩০ রান সংগ্রহ করেছে। জিততে ভারতকে করতে হবে ২৩১ রান।

ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে শ্রীলঙ্কা। ১০১ রান তুলতেই হারিয়ে বসে ৫ উইকেট। শেষ পর্যন্ত দুনিথ ওয়েলালাগের অপরাজিত ফিফটিতে ভর করে ২৩০ পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা।

ওয়েলালাগে ৬৫ বলে ৭টি চার ও ২ ছক্কায় অপরাজিত ৬৭ রান করেন। উদ্বোধনী ব্যাটসম্যান পাথুম নিসাঙ্কা ৯ চারে করেন ৫৬ রান। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা ২৪, জানিথ লিয়ানাগে ২০ ও আকিলা ধনঞ্জয়া ১৭ রান করেন।

বল হাতে ভারতের আরশদীপ সিং ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়