ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চোট জর্জরিত শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৩, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১০:২৬, ৪ আগস্ট ২০২৪
চোট জর্জরিত শ্রীলঙ্কা শিবিরে বড় ধাক্কা

শ্রীলঙ্কা দল যেন একটি মিনি হাসপাতাল। একের পর এক খেলোয়াড়দের চোটের মিছিল থামছেই না। সেই মিছিলে এবার নাম লেখালেন দলের বড় তারকা ওয়ানিন্দু হাসারাঙ্গা। হ্যামস্ট্রিং চোটে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ থেকে ছিটকে গেলেন লেগ স্পিনিং অলরাউন্ডার।

গত শুক্রবার (২ আগস্ট) কলম্বোয় প্রথম ওয়ানডেতে নিজের দশম ওভারের শেষ বলটি করার সময় বাম হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন হাসারাঙ্গা। যদিও মাঠে সেটার প্রভাব পড়েনি। তবে খেলা শেষে দলের সেরা তারকাকে নিয়ে কোনোপ্রকার ঝুঁকি নেয়নি শ্রীলঙ্কা। পরে এমআরআই স্ক্যান করে ধরা পড়ে চোট।

আরো পড়ুন:

দলে হাসারাঙ্গার বদলি হিসেবে নেওয়া হয়েছে আরেক লেগ স্পিনার জেফ্রি ভ্যান্ডারসেকে। এর আগে চোটের কারণে দল থেকে ছিটকে যান দুই পেসার মাথিশা পাথিরানা ও দিলশান মাদুশাঙ্কা। অসুস্থতার কারণে আগে থেকে নেই আরেক পেসার দুশমান্থা চামিরাও।

তিন ম্যাচের সিরিজে প্রথম ম্যাচ টাই হওয়ায় বাকি দুই ম্যাচ হয়ে দাঁড়িয়েছে সিরিজ নির্ধারণী। সিরিজের দ্বিতীয় ওয়ানডে হবে আজ রোববার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়