ঢাকা     রোববার   ০৬ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২১ ১৪৩১

টেস্টে কেন ক্যারিবীয়দের আগ্রহ কম, জানালেন রাসেল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২২, ৪ আগস্ট ২০২৪   আপডেট: ১৭:৪২, ৪ আগস্ট ২০২৪
টেস্টে কেন ক্যারিবীয়দের আগ্রহ কম, জানালেন রাসেল

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের বলা হয় টি-টোয়েন্টির ফেরিওয়ালা। বিশ্বজুড়ে নানা ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের দাপট। কিন্তু দেশের হয়ে খেলাতেই যত আপত্তি, বিশেষ করে টেস্ট। এর কারণ হিসেবে অনেকে আর্থিক দিকটাই বড় করে দেখছেন। তবে সেই পথে এগোলেন না আন্দ্রে রাসেল। এই ক্যারিবীয় অলরাউন্ডার জানালেন ভিন্ন কারণ।  

বর্তমানে দ্য হানড্রেড খেলতে ইংল্যান্ডে অবস্থান করেছেন রাসেল। সেখানেই ব্রিটিশ বার্তা সংস্থা পিএকে রাসেল জানিয়েছেন, ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারদের দেশের হয়ে কিংবা টেস্ট না খেলার কারণ। তার মতে, এখানে অনেকগুলো কারণই আছে।

ক্যারিবীয় তারকার ভাষ্য, ‘আমি মনে করি না টাকাই সমস্যা। বিশ্বজুড়ে এখন এত বেশি টি-টোয়েন্টি লিগ হচ্ছে, তাতে অনেক খেলোয়াড়ই টেস্ট খেলতে আগ্রহী নয়। ব্যস্ত রুটিন চলতে থাকে। তাতে আর দীর্ঘ ফরম্যাটে খেলার আগ্রহ থাকে না।’

আরো পড়ুন:

‘অন্যান্য ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের দেখেও আমার মধ্যে সব সময় রোমাঞ্চ কাজ করে, বিশেষ করে যখন তারা বাউন্ডারির পর বাউন্ডারি মারতে থাকে। যত দিন পর্যন্ত তারা দেশের বাইরের চুক্তি থেকে ভালো (আয়) করতে পারবে, তত দিন তারা সুযোগটি লুফে নিতে চাইবে।’- আরও যোগ করেন রাসেল।

শারিরীক ধকলের একটা বিষয় আছে জানিয়ে রাসেল আরও বলেন, ‘তবে বড় পর্যায়ে খেলতে সবাই ভালোবাসে। তাই টাকা এখানে মূল বিষয় নয়। যেমন, আমার শরীর টেস্ট খেলার জন্য সমর্থ নয়। টেস্ট খেলার মতো ফিটনেসও আমার নেই।’

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়