ঢাকা     বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৩ ১৪৩১

অলিম্পিকে প্রথমবার স্বর্ণ জিতলেন ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪১, ৪ আগস্ট ২০২৪  
অলিম্পিকে প্রথমবার স্বর্ণ জিতলেন ২৪ গ্র্যান্ডস্লাম জয়ী জকোভিচ

তার ঝুলিতে রয়েছে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম। কিন্তু নেই একটিও অলিম্পিকের স্বর্ণ পদক। এবার সেই অধরা স্বর্ণের দেখা পেলেন সার্বিয়ান তারকা।

আজ রোববার (০৪ আগস্ট, ২০২৪) রাতে অনুষ্ঠিত অলিম্পিকের ফাইনালে স্পেনের তরুণ তুর্কি কার্লোস আলকারাজকে ৭-৬ (৬-৩), ৭-৬ (৬-২) ব্যবধানে হারিয়ে সার্বিয়াকে সোনা এনে দেন ৩৭ বছর বয়সী জকোভিচ। হাইভোল্টেজ ফাইনালে দুটি সেটই জকোভিচ জিতেন টাইব্রেকার।

মাত্র ২১ বছর বয়সী তরুণ আলকারাজের বিপক্ষে ১৬ বছরের বড় জকোভিচ ফিটনেস, অভিজ্ঞতায় টেক্কা দিয়ে সোনার পদকটা গলায় জড়িয়ে নেন।

অবশ্য ২০০৮ অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছিলেন জকোভিচ। এরপর তিনটি অলিম্পিকে খেলললেও সোনা জয় তো দূরের কথা সেমিফাইনালের গণ্ডিও পেরুতে পারেননি। এবার অবশ্য সেই বাধা অতিক্রম করে প্রথম স্বর্ণের স্বাদ পেলেন সার্বিয়ান তারকা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়