ঢাকা     শনিবার   ১৪ সেপ্টেম্বর ২০২৪ ||  ভাদ্র ৩০ ১৪৩১

অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের মৃত্যুর হুমকি 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১০, ৭ আগস্ট ২০২৪  
অলিম্পিকে ইসরায়েলি অ্যাথলেটদের মৃত্যুর হুমকি 

ইসরায়েল-ফিলিস্তিন দ্বন্দ্ব ক্রীড়াঙ্গনে ছড়িয়ে পড়েছিল বেশ আগেই। এবার সেটার আঁচ লাগলো বৈশ্বিক ইভেন্ট অলিম্পিক গেমসেও। প্যারিস অলিম্পিকে মৃত্যুর হুমকি পেলেন তিন ইসরায়েলি অ্যাথলেট। বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

এপিকে ইসরায়েলের অলিম্পিক কমিটির সভাপতি ইয়ায়েল আরাদ জানিয়েছেন, ইসরায়েলের তিন অ্যাথলেটকে মৃত্যুর হুমকি দেওয়া হয়েছে। যার ফলে তাদের মধ্যে মানসিক উদ্বেগ ছড়িয়ে পড়েছে। 

হুমকি পাওয়া অ্যাথলেটদের মধ্যে আছেন উইন্ড সার্ফিংয়ে সোনা জেতা টম রিভেনি। তিনি বলেন, ‘আমার মনে হয়, খেলাধুলায় রাজনীতি থাকা উচিত নয়, বিশেষ করে অলিম্পিক গেমসে। দুঃখজনক ব্যাপার হলো, এখানেও (অলিম্পিক) রাজনীতি জড়িত। আমি অনেক বার্তা ও হুমকি পেয়েছি।’

এর আগে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে কথা বলেছিলেন ফিলিস্তিনের সাঁতারু ভালেরি তারাজি। তিনি বলেন, ‘ফিলিস্তিনের মানুষদের জীবনকে সবাই এখন শুধুই একটা সংখ্যা হিসেবে দেখছে, এটাই কষ্টের বিষয়। সবকিছুকেই তারা সংখ্যা হিসেবে দেখছে।’

নিজেদের জন্মভূমিতে শান্তিতে থাকতে চান জানিয়ে তিনি আরও বলেন, ‘অ্যাথলেট হিসেবে আমরা আরো বাকি দশজনের মতো। আমরা লড়াই করতে চাই। আবার মানুষ হিসেবে আমাদেরও জীবন আছে। অন্য সবার মতো আমরাও আমাদের বাড়িতে থাকতে চাই।’

গাজার ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতে এখন পর্যন্ত ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ক্ষয়ক্ষতির পরিমাণ হিসেবের বাইরে। পরিস্থিতি প্রতিনিয়ত বিপর্যয়কর হয়ে উঠছে। তবে এখনো ইসরায়েল ও হামাসের মধ্যে কোনো যুদ্ধবিরতির সিদ্ধান্ত হয়নি।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়