ঢাকা     শুক্রবার   ২০ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ৫ ১৪৩১

পাকিস্তান যাওয়ার আগে তাসকিন 

‘সবকিছুর পরিবর্তন হয়েছে, সবাইকে যেন খুশি করতে পারি’

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৪, ১২ আগস্ট ২০২৪  
‘সবকিছুর পরিবর্তন হয়েছে, সবাইকে যেন খুশি করতে পারি’

ক্রিকেটারদের গায়েও লেগেছে পরিবর্তনের হাওয়া। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সামাজিক যোগাযোগমাধ্যমে একাত্মতা জানিয়ে পাশে ছিলেন, এবার গণমাধ্যমেও পরিবর্তন নিয়ে মুখ খুলছেন ক্রিকেটাররা। 

সোমবার (১২ আগস্ট) পাকিস্তানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের একাংশ। বিমানবন্দরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন দেশের পরিবর্তনের মতো নিজেদের পারফরম্যান্সেও পরিবর্তনের আভাস দিয়েছেন।

‘দেশকে যেন বড় (টেস্ট) সংস্করণে ম্যাচ জেতাতে পারি। এটাই চাওয়া। আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ আপনারাও দোয়া করেন। সবকিছু পরিবর্তন হয়েছে। আমাদের পারফরম্যান্সও যেন ভালো হয় এবং সবাইকে যেন একটু খুশি করতে পারি। ইনশাআল্লাহ দোয়া করবেন।’

বিকেল ৩টা ৪৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তাসকিন আহমেদরা। শরিফুল ইসলামসহ কয়েকজন ক্রিকেটারের যাওয়ার কথা রয়েছে ১৪ আগস্ট। সাকিব আল হাসান সরাসরি যোগ দেবেন পাকিস্তানে। ১৫ আগস্টের মধ্যে পাকিস্তানে পুরো দলের পৌঁছানোর কথা রয়েছে।  

এই সিরিজে টেস্ট দলের সঙ্গে তাসকিন অন্তর্ভূক্ত হয়েছেন। এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলাকালীন টেস্ট থেকে বিরতিতে যাওয়ার ঘোষণা দেন। পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে টেস্ট খেলার আগ্রহ প্রকাশ করেন এই ডানহাতি পেসার।

বিরতি নেওয়া নিয়েও মুখ খুলেছেন এই পেসার, ‘অবশ্যই আমি এক্সাইটেড অনেকদিন পর টেস্ট ক্রিকেটে ফিরতে পেরে। সবাই দোয়া করেন আল্লাহ যেন আমাদের সুস্থ রাখে। কারণ আপনারা যারা ক্রিকেট অনুসরণ করেন কম বেশি জানেন যে আমার কাঁধের সমস্যা রয়েছে। এর জন্য টেস্ট ক্রিকেট থেকে দূরে ছিলাম। এবার যেন আমার কাঁধ ভালো থাকে।’

বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় আজ উড়াল দেয় দল। ২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ঢাকা/রিয়াদ/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়