ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তান সফরে থাকা শান্তরা যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১১, ১৫ আগস্ট ২০২৪   আপডেট: ১৬:১৩, ১৫ আগস্ট ২০২৪
পাকিস্তান সফরে থাকা শান্তরা যোগাযোগ বিচ্ছিন্ন, উদ্বিগ্ন পরিবার

পাবিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান। এ অবস্থায় দেশটিতে বন্ধ করে দেওয়া হয়েছে মোবাইল ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগমাধ্যম। তাতে বিপাকে পড়েছে পাকিস্তান সফরে থাকা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

পাকিস্তানে থাকা ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করতে না পেরে তাদের পরিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) শরণাপন্ন হয়েছেন। বিসিবি সংশ্লিষ্ট কর্তাদের ফোন করে পাকিস্তানের অবস্থা জানতে চাইছেন তারা।

রাইজিংবিডিকে বিসিবির একটি সূত্র জানায়, কয়েকজন ক্রিকেটারের পরিবার আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আমাদের দল নিরাপদে আছে। আপাতত স্থানীয় নম্বর দিয়ে যোগাযোগের ব্যবস্থা করা হচ্ছে। কেউ কেউ ভিপিএন দিয়েও চেষ্টা করছেন। আপাতত শঙ্কার কিছু নেই।

বাংলাদেশ দলের পাকিস্তান যাওয়ার কথা ছিল ১৭ আগস্ট। কিন্তু দেশে অনুশীলনের পরিস্থিতি না থাকায় ১২ আগস্ট উড়াল দেয় দল। ১৪ আগস্ট আনুষ্ঠানিক অনুশীলনও করে লাল সবুজের প্রতিনিধিরা।

২১ আগস্ট থেকে রাওয়ালপিন্ডিতে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজ। ৩০ আগস্ট করাচিতে হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

রিয়াদ/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়