ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্রাবিড় পুত্রের অভিষেক

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫২, ১৬ আগস্ট ২০২৪   আপডেট: ১৯:৫৩, ১৬ আগস্ট ২০২৪
ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দ্রাবিড় পুত্রের অভিষেক

ভারতের ক্রিকেট কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের ছেলে সামিত দ্রাবিড়ের ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে। কর্নাটক ক্রিকেট সংস্থা আয়োজিত মহারাজা টি-টোয়েন্টি লিগে মাইসোর ওয়ারিয়র্সের হয়ে খেলছেন তিনি। গতকাল বৃহস্পতিবার (১৫ আগস্ট) এবারের আসরে মাইসোরের দ্বিতীয় ম্যাচেই অভিষেক হয় ১৮ বছর বয়সী পেস বোলিং অলরাউন্ডার সমিতের।

সামিত বয়সভিত্তিক ক্রিকেটে নিয়মিত খেলেছেন। সেখানে তার পারফরম্যান্সও বেশ ধারাবাহিক। তাই তাকে মহারাজা টি-টোয়েন্টি লিগের নিলামে ৫০ হাজার রূপিতে দলে ভেড়ায় মাইসোর ওয়ারিয়র্স।

আরো পড়ুন:

এদিন মাইসোরের ব্যাটিংয়ের সময় চার নম্বর পজিশনে মাঠে আসেন দ্রাবিড়-পুত্র সমিত। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অভিষেক ম্যাচে কিছুটা নার্ভাস ছিলেন। যদিও একটি বাউন্ডারি হাঁকিয়ে সেটা কাটাতে চেয়েছিলেন। কিন্তু ইনিংসটি লম্বা করতে পারেননি। ৯ বল খেলে ৭ রান করে সাজঘরে ফেরেন সমিত। অবশ্য বোলিং অলরাউন্ডার হলেও তাকে এদিন বোলিং দেওয়া হয়নি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়