ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাকিস্তানে মুশফিক-মুমিনুলদের ম্যাচ ড্র

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫০, ১৬ আগস্ট ২০২৪  
পাকিস্তানে মুশফিক-মুমিনুলদের ম্যাচ ড্র

পাকিস্তান শাহীন্সের বিপক্ষে বাংলাদেশ ‘এ’ দলের চারদিনের ম্যাচটি ড্র হয়েছে। প্রথম ইনিংসে বাংলাদেশ ৪৪.৩ ওভারে মাত্র ১২২ রানে অলআউট হয়ে যায়। জবাবে উমর আমিনের ১৭৭ রানের ইনিংসে ভর করে ৪ উইকেটে ৩৬৭ রান তুলে।

এরপর তৃতীয়দিনের খেলা বৃষ্টিতে ভেসে যায়। আজ শুক্রবার চতুর্থ দিনে বাংলাদেশ ‘এ’ দল তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে। নাঈম হাসানের ৫৫ ও জাকির হাসানের ৩৩ রানের ইনিংসে ভর করে ৩৯.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫৩ রান তোলার পর বৃষ্টি আসে। সে কারণে আর খেলা হয় না। তাতে চারদিনের ম্যাচটি ড্র হয়।

আরো পড়ুন:

নাঈম ও জাকির ছাড়া শাহাদাত হোসেন ১৪, তানজিম হাসান সাকিব ১১ রান করেন। এনামুল হক বিজয় ৪ ও মুমিনুল হক ৮ রান করে আউট হন।

বল হাতে পাকিস্তানের মির হামজা ও মোহাম্মদ আলী ২টি করে উইকেট নেন। ১টি উইকেট নেন মোহাম্মদ রমিজ জুনিয়র।

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ ‘এ’
প্রথম ইনিংস:
৪৪.৩ ওভারে ১২২/১০ (জয় ৬৫, মুশফিকুর ১৪; নাসিম ৩/২৪, হামজা ৩/৩৩)।
দ্বিতীয় ইনিংস: ৩৯.২ ওভারে ১৫৩/৫ (নাঈম ৫৫, জাকির ৩৩; হামজা ২/১৩, আলী ২/৩৪)।

পাকিস্তান শাহীন্স
প্রথম ইনিংস:
৯০ ওভারে ৩৬৭/৪ (উমর ১৭৭, হুরাইরা ৩৯, সাদ ৩১*; হাসান মুরাদ ২/৪৯)।
ফল: ড্র।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়