ঢাকা     মঙ্গলবার   ১৫ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ৩০ ১৪৩১

টি-টোয়েন্টিতে জয়ে শুরু নারীদের 

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৪, ১২ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১৫:৫৯, ১২ সেপ্টেম্বর ২০২৪
টি-টোয়েন্টিতে জয়ে শুরু নারীদের 

শ্রীলঙ্কায় বাংলাদেশ ‘এ’ নারী দলের টি-টোয়েন্টি সিরিজ শুরু হলো জয় দিয়ে। বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পি সারা স্টেডিয়ামে শ্রীলঙ্কা ‘এ’ দলকে ৭ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। 

আগে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকরা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১২ রান করে। জবাবে ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। 

বোলিং ও ব্যাটিংয়ে সমানতালে দাপট দেখিয়ে জয় পেয়েছে সফরকারীরা। বোলিংয়ে দলের নায়ক ফাহিমা খাতুন। ৩ ওভারে ১২ রানে ৩ উইকেট নেন। ব্যাটিংয়ে দলের সেরা ছিলেন শামীমা সুলতানা। ৪৪ বলে ৪৮ রান আসে তার ব্যাট থেকে।

আরো পড়ুন:

টস হেরে ব্যাটিংয়ে নেমে শ্রীলঙ্কার শুরুটা ছিল দুর্দান্ত। কোনো উইকেট না হারিয়ে উদ্বোধনী জুটিতে ৭২ রান তোলেন নেথমি পুর্না ও কৌশিনি নুথইয়াঙ্গা। এ জুটি ভাঙার পরই মূলত বাংলাদেশ ‘এ’ দল দারুণভাবে ম্যাচে ফিরে। নিয়মিত বিরতিতে উইকেট তুলে আটকে রাখে রানের চাকা।

শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন কৌশিনি নুথইয়াঙ্গা। ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় সাজান এই ইনিংস। তার সঙ্গী পুর্নার ব্যাট থেকে আসে দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। এছাড়া উইকেটরক্ষক ব্যাটসম্যান নিশাঙ্কা সান্দামিনি করেন ১৪ রান। 

ফাহিমার ৩ উইকেট বাদে ১টি করে উইকেট নেন জাহানারা, সুলতানা, রাবেয়া ও রিতু মনি। 

লক্ষ্য তাড়ায় শামীমা ও সাথী রানি ৪০ রান তুলে ভালো শুরু এনে দেন। এই জুটি ভাঙার পর বাকিরাও দলের হাল ধরেন। তাতে অতিথিরা জয় পেয়ে যায় অনায়েসে। ২ রানের জন্য ফিফটি মিস করা শামীমা ৫ চার ও ১ ছক্কা হাঁকান। তিনে নেমে সোবহানা করেন ২৮ রান। ২০ রান আসে সাথির ব্যাট থেকে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়