ঢাকা     সোমবার   ০৭ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২২ ১৪৩১

‘২০ বছর খেলছি, পারফরম্যান্স যেখানে থাকা উচিৎ ছিল সেখানে নেই’

ক্রীড়া প্রতিবেদক, চেন্নাই থেকে || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৭, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ২২:১৬, ২০ সেপ্টেম্বর ২০২৪
‘২০ বছর খেলছি, পারফরম্যান্স যেখানে থাকা উচিৎ ছিল সেখানে নেই’

ভারত সিরিজে তামিম ইকবালও আছেন। তবে অন্য পরিচয়ে। খেলার ধারা বিবরণী দিতে আসা তামিম এবার বাংলাদেশি গণামধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন। নাজমুল হোসেন শান্তদের পারফরম্যান্স নিয়ে কথা বলতে গিয়ে দেশসেরা এই ওপেনার জানান, ২০ বছর ধরে খেললেও বাংলাদেশের পারফরম্যান্স ওই জায়গায় নেই।

‘আমরা প্রায় ২০ বছর ধরে খেলছি, আমাদের পারফরম্যান্সটা যে জায়গায় থাকা উচিত ছিল ওই জায়গায় নাই। এটা আমি স্বীকার করি। আমি যখন খেলছি তখনও আমি একই কথাই বলতাম। যে জায়গায় থাকা উচিত ওই জায়গায় হয়তবা নাই।’

বৃহস্পতিবার দ্বিতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসের ভারতের সংগ্রহ ৩ উইকেটে ৮১ রান। প্রথম ইনিংসে ভারতের করা ৩৭৬ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৪৯ রান করে। আসা-যাওয়ার মিছিলে ছিলেন ব্যাটাররা। সেগুলোর বর্ণনা আবার সরাসরি দিতে হয়েছে তামিমকে। সবমিলিয়ে তামিম পারফরম্যান্সকে বলছেন হতাশজনক।

আরো পড়ুন:

‘বাংলাদেশের ব্যাটিং হতাশাজনক, আমি নিশ্চিত। আমরা সবাই আশা করছিলাম এর চেয়ে আরও ভালো হবে উইকেটে তেমন বেশি কিছু একটা ছিল না, প্রথম দিনের তুলনায়। হতাশ তো অবশ্যই। আমরা চাচ্ছিলাম বাংলাদেশ অন্তত ভারতের কাছাকাছি করুক তাহলে খেলাটা একটু রোমাঞ্চকর হবে।’

ভারতে আসার আগে বাংলাদেশ পাকিস্তানকে ধবলধোলাই করেছে টেস্ট সিরিজে। এই সিরিজের পরেই ভারতের বিপক্ষে খারাপ করায় গণমাধ্যমের সমালোচনায় নিয়েছেন একহাত, ‘গত টেস্ট ম্যাচে আপনারা বলছেন সব বদলে গেছে, অর্ধেক টেস্ট না যেতেই আবার বদলে গেছে। আমার কাছে মনে হয় একটা সিরিজ জিতলে এই কথাটাও বলা উচিত না আর একটা ম্যাচ খারাপ খেললে সেটাকে বদলে ফেলাও উচিত না।’

‘টেস্ট ক্রিকেটে আমাদের এখনও অনেক কিছু শেখার আছে, অনেক কিছু উন্নতির বাকি আছে। একটা-দুইটা খেলায় জিতলে আপনারা একেবারে বদলে ফেলেন না। খেলোয়াড়রা কখনই বলে না আমরা এখন থেকে দারুণ দল হয়ে গেছি। হ্যাঁ, কিছু অর্জন হয়েছে সেগুলোর অবশ্যই প্রশংসা করা উচিত। পাকিস্তানে বাংলাদেশ দল যা করেছে তা অবিশ্বাস্য।’

লাল সবুজের জার্সিতে তামিম ৭০টি টেস্ট খেলেছেন। ৩৮.৮৯ গড়ে ৫১৩৪ রান করেন। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে এটি দ্বিতীয় সর্বোচ্চ। সেঞ্চুরি ১০টি, হাফ সেঞ্চুরি ৩১টি। ৫ হাজার ৯০০ রান নিয়ে সবার উপরে আছেন মুশফিকুর রহিম।

রিয়াদ/আমিনুল


সর্বশেষ

পাঠকপ্রিয়